Also read in

বরাক নদীর তীরে বিনোদন পার্ক স্থাপনের ওপর জোর দিলেন জেলা উপায়ুক্ত লায়া মাদ্দুরি

 

জেলা উপায়ুক্ত লায়া মাদ্দুরি বরাক নদীর তীরে একটি বিনোদন পার্ক স্থাপনের ওপর জোর দিলেন। জেলা উপায়ুক্তের কার্যালয়ের কনফারেন্স হলে সোমবার অনুষ্ঠিত জেলা উন্নয়ন কমিটির সভায় তিনি বিনোদন পার্কের বিষয়ে উল্লেখ করেন। বিনোদন পার্কের ব্যাপারে শহর অবকাঠামো উন্নয়ন তহবিলের আওতায় এই প্রকল্পে প্রয়োজনীয় অর্থ ব্যয় করা হবে বলে তিনি জানান।জেলা উপায়ুক্ত লায়া মাদ্দুরির সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে অতিরিক্ত জেলা শাসক বিক্রম দেব শর্মা, জেসিকা রোজ লালসিম, ললিতা রংপিপি, সহকারি কমিশনার কিম চাংসেন, মারিয়া তানিম,নবনিতা হাজারিকা, ডিআরডিএ’র পিডি রসরাজ দাস প্রমুখ উপস্থিত ছিলেন।

বৈঠকে শিলচর বাইপাস রোডের কাজকে ত্বরান্বিত করার বিষয়ে জোর দেওয়া হয়েছে। জানানো হয়েছিল যে সাবওয়ে এপ্রোচ রোডটি তারাপুর জাতীয় মহাসড়ক রোড থেকে উন্নত করা হয়েছিল এবং এর মেরামতের কাজ পূর্ত বিভাগকে দেওয়া হয়েছিল। উপায়ুক্ত তারাপুরের রাস্তার পাশের বাজারটি মালিনী বিল কসমিক মার্কেটে স্থানান্তরিত করার জন্য প্রস্তাব করেছেন।

অতিরিক্ত জেলা শাসক বিক্রম দেব শর্মা ১৫ আগস্ট স্বাধীনতা দিবসের কর্মসূচি বাস্তবায়নের অগ্রগতি বিষয়ে পর্যালোচনা করেন। এ প্রসঙ্গে দেব শর্মা সংশ্লিষ্ট কর্মকর্তাদের অনুষ্ঠানের দুদিন আগে সমস্ত প্রস্তুতিমূলক কাজ শেষ করার নির্দেশ দিয়েছেন। তাছাড়াও সভায় শিশুশ্রম, কৃষি বিভাগের কাজের অগ্রগতি এবং ‘কন্যা বাঁচাও কন্যা পড়াও’ ইত্যাদি প্রকল্পের বিষয়ে আলোচনা হয়।

কাছাড়ের দুগ্ধ সমবায় সমিতির অধীনে দুগ্ধ উৎপাদকরা দুধ সরবরাহের জন্য তৈরি বলে জানানো হয়। সভায় জেলা পরিবহন কর্মকর্তা সিদ্ধার্থ শইকিয়া বলেন যে ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের কাছ থেকে এ পর্যন্ত মোট ৯২ হাজার টাকা সংগ্রহ করা হয়েছে‌। মিনি সচিবালয় ও জেলা গ্রন্থাগারের অগ্রগতির কাজ এবং কঠিন ও তরল বজ্র ব্যবস্থাপনা সম্পর্কিত অন্যান্য বিষয়ও বৈঠকে আলোচিত হয়।

Comments are closed.