ইন্ডিয়া ক্লাবের মাঠে মৃতদেহ উদ্ধার; পুলিশের সন্দেহ খুন
আজ সকালে তারাপুর অঞ্চলের ইন্ডিয়া ক্লাবের মাঠে সাধারণ মানুষ একটি দেহ পড়ে থাকতে দেখেন। দেহটিকে ঘিরে চাঞ্চল্যের সৃষ্টি হলে স্থানীয় মানুষ পুলিশকে দেহটি সম্বন্ধে জ্ঞাত করেন। পুলিশ এসে মৃতদেহটি উদ্ধার করে এবং ময়নাতদন্তের জন্য শিলচর মেডিক্যাল কলেজে দেহটিকে পাঠানো হয়।
বরাক বুলেটিন এর সাংবাদিকের সঙ্গে কথা বলতে গিয়ে তারাপুর থানার ইন্সপেক্টর ইনচার্জ জানান যে পুলিশ এই মৃত্যুকে খুন বলে সন্দেহ করছে। তিনি আরো জানান যে মৃত ব্যক্তিটির নাম নন্দা জানা এবং তিনি শিলচর কাঁঠাল রোডের বাসিন্দা। মৃত্যুর কারণ আর তার পেছনে লুকিয়ে থাকা রহস্য জানতে পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে বলে তিনি জানান।
কে খুন করলো নন্দা জানাকে এবং কেন? মৃতদেহটি ইন্ডিয়া ক্লাবের মাঠে এলো কি করে? কিভাবেই বা খুন হলেন দানা? এই খুনকে ঘিরে অনেক প্রশ্ন উঠে আসছে, আশা করা যেতে পারে পুলিশ তদন্ত করে প্রশ্নের উত্তর খুঁজে নেবে, কিন্তু তার চেয়েও বড় প্রশ্ন হচ্ছে এই একের পর এক হত্যাকাণ্ডের পর শিলচরকে কি আর শান্তির দ্বীপ বলে অভিহিত করা যাবে?
Comments are closed.