বদরপুরে বরাক নদীতে তলিয়ে যাওয়া কিশোরের মৃতদেহ উদ্ধার
রবিবার দুপুরে এক দুর্ঘটনা ঘটে বদরপুরের খাদিমান এলাকায়। বদরপুর খাদিমান এলাকার সংলগ্ন বরাক নদীতে স্নান করতে গিয়ে একটি কিশোর নদীর জলে তলিয়ে যায়। পরে নদী থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয় ।
১৪ বছর বয়সী কিশোরটি প্রয়াত আকবর আলির পুত্র বলে জানা যায়। প্রত্যেক দিনের মতোই ১৪ বছরের কিশোর মোহাম্মদ মাজার বরাক নদীর জলে স্নান করতে যায়। অনুমান করা হচ্ছে, নদীর জলে নেমে সে তার শারীরিক ভারসাম্য বজায় রাখতে পারেনি এবং নদীর জলে তলিয়ে যায়। কিশোরটি যখন নদীতে পড়ে যায় তখন আশেপাশের বাড়ি থেকে অনেকেই খেয়াল করেন ব্যাপারটা। আশেপাশের লোকজন চিৎকার শুরু করে। সবাই জড়ো হয়ে যায় নদীর পাড়ে।
অনেক খোঁজাখুঁজির পরও কিশোরীর দেহ খুঁজে পাওয়া যায় না। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় পুলিশে। সেইসঙ্গে এনডিআরএফ এবং এসডিআরএফ বাহিনীকেও খবর পাঠানো হয়। এসডিআরএফ’র ডুবুরি বাহিনী জলে নেমে কিশোরটির খোঁজাখুঁজি শুরু করে। অনেক খোঁজাখুঁজির পর বাহিনী মৃত অবস্থায় উদ্ধার করে মোহাম্মদ মাজারের দেহ।
পরে মৃতদেহটি পুলিশের কাছে সমঝে দেওয়া হয়। এরপর পুলিশ মৃতদেহটি করিমগঞ্জ হাসপাতালের মর্গে পাঠিয়ে দেয়। এ ধরনের মর্মান্তিক ঘটনায় খাদিমান এলাকায় শোকের ছায়া নেমে আসে।
জানা গেছে, কিশোরটির আসল বাড়ি বিহারে। কর্মসূত্রে সে এই এলাকায় অনেকদিন ধরে বসবাস করছিল।
Comments are closed.