Also read in

নরসিংটোলা পুকুর থেকে উদ্ধার দাস কলোনীর নিখোঁজ গৃহবধুর মৃতদেহ, সন্দেহ খুন

সোমবার সন্ধ্যায় শিলচর শহরের প্রানকেন্দ্র সেন্ট্রাল রোড থেকে অদুরে নরসিংটোলা পুকুর থেকে এক মহিলার মৃতদেহ উদ্ধার করা হয়। পুলিশ সুত্রে খবর অনুযায়ী মৃত ব্যক্তির নাম মন্টি দাস, বয়স তিরিশ, বাড়ি দাস কলোনীর সংহতি লেনে। রবিবার দুপুর থেকে তিনি নিখোঁজ ছিলেন। তাঁর স্বামী অমিত দাস রবিবার সন্ধ্যায় এব্যাপারে রাঙিরখাড়ি থানায় এক এজাহারও দিয়েছিলেন। সোমবার রাতে অমিত নিজেই সনাক্ত করেন যে এটি তাঁর স্ত্রীর মৃতদেহ।

সোমবার সন্ধ্যা ৬টা নাগাদ নরসিংটোলা এলাকার লোকজন পুকুরে মৃতদেহটি ভাসতে দেখেন। তাঁরা পুলিশে খবর দেন, পুলিশ এবং এনডিআরএফের দল এসে মৃতদেহটি উদ্ধার করে। পরে এটি শিলচর মেডিক্যাল কলেজ হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠানো হয়।

অতিরিক্ত পুলিশ সুপার রাকেশ রেড্ডি জানান, মৃত্যুর কারন আপাতত খুজে পাওয়া না গেলেও মৃতদেহটি অস্বাভাবিক অবস্থায় পাওয়া গেছে তাই এটি খুন বা আত্মহত্যা হতে পারে। তবে তদন্তের আগে কিছুই বলা যাবেনা। ময়না তদন্তের পর মৃতদেহটি পরিবারের কাছে তুলে দেওয়া হবে।

পুরকমিশনার বীরব্রত রায় পুলিশকে নরসিংটোলা এলাকায় বিভিন্ন বেসরকারী কার্যালয়ে লাগানো সিসিটিভি ক্যামেরা গুলো দেখে ঘটনার তদন্ত করতে অনুরোধ করেন।

Comments are closed.