Also read in

বদরপুর ঘাটের কাছে রেললাইনের উপর দ্বিখন্ডিত মৃতদেহ : রেলে কাটা পড়া লোকটি ত্রিপুরার বাসিন্দা বলে জানা গেছে

আজ সকালে বদরপুর ঘাটের কাছে রেললাইনের উপর এক যুবকের মৃতদেহ পাওয়া যায় । কোন এক ট্রেনের নীচে কাটা পড়ে তরুনটির মস্তক শরীর থেকে সম্পূর্ন বিচ্ছিন্ন হয়ে যায় ।

রেলওয়ে পুলিশের তরফে তরুণটিকে চিহ্নিত করা হয়েছে তাপস পাল হিসেবে। তথ্য অনুযায়ী, লোকটির কাছে সনাক্ত করার মতো কোন নথি পাওয়া যায়নি এবং পুলিশ তার নামটি তার এটিএম কার্ড থেকে খুঁজে পায়। সূত্র মতে মৃত লোকটি প্রতিবেশী রাজ্য ত্রিপুরার বাসিন্দা।

যেহেতু শরীরটি সম্পূর্ণভাবে ট্র্যাকে ছিল, তাই পুলিশ সন্দেহ করছে যে এটি আত্মহত্যার ঘটনা হতে পারে, তবে তারা দুর্ঘটনার সম্ভাবনা ও উড়িয়ে দেয়নি। মৃতদেহটি ইতিমধ্যেই ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

সম্প্রতি রেলওয়ে ট্র্যাকে মৃত্যুর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। কয়েক দিন আগে নাথপাড়ার লে: অরুন দাসের ছেলে রাহুল দাসের (২২) মৃতদেহ ও রেললাইনের উপর থেকে রেলওয়ে পুলিশ বাহিনী উদ্ধার করেছিল।

Comments are closed.

error: Content is protected !!