Also read in

উধারবন্দের পুকুর থেকে দুগ্ধপোষ্য শিশুর মৃতদেহ উদ্ধার, চাঞ্চল্য এলাকা জুড়ে

রহস্যজনক ভাবে এক শিশুর মৃতদেহ উদ্ধার হল উধারবন্দ এলাকার উড়াং বস্তির একটি পুকুর থেকে, ঘটনাটি ঘটে গতকাল রোববার।

প্রাপ্ত তথ্য অনুযায়ী, স্থানীয় জনগণ সকাল দশটা নাগাদ পুকুরে এক দুগ্ধপোষ্য শিশুর দেহ ভাসতে দেখেন। সাথে সাথে এই খবর দাবানলের মত পার্শ্ববর্তী এলাকায় ছড়িয়ে পড়ে। খবর দেওয়া হয় উধারবন্দ পুলিশ স্টেশনে। থানা থেকে একদল পুলিশ এসে দেহটি পুকুর থেকে উদ্ধার করে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে ময়না তদন্তের জন্য প্রেরণ করে।

পুলিশ সূত্রে জানা যায়, শিশুটির বয়স তিন থেকে চার মাস হতে পারে। কে বা কারা এই দুধের শিশুকে পুকুরের জলে ভাসিয়ে দিল তা নিয়ে জনমনে ক্ষোভ এবং শোকের সঞ্চার হয়েছে।

Comments are closed.