Also read in

হাইলাকান্দির ভজনপুরে অপরিচিত মহিলার লাশ উদ্ধার

হাইলাকান্দির ভজন্তিপুরে অপরিচিত এক মহিলার লাশ উদ্ধারের ঘটনায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। শনিবার হাইলাকান্দি থানাধীন নিতাই নগর দ্বিতীয় খন্ড এলাকার ভজন্তিপুর গ্রামের মাঠে এক অপরিচিত মহিলাকে পড়ে থাকতে দেখেন এলাকার মানুষ। খবর পেয়ে হাইলাকান্দি পুলিশ ঘটনাস্থলে ছুটে গিয়ে মৃতদেহ উদ্ধার করে। সঙ্গে সঙ্গে মৃতদেহটি হাইলাকান্দির এস কে রায় সিভিল হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়।

সূত্র থেকে জানা যায়, ধান ক্ষেতে মৃতদেহটি প্রথমে দেখতে পায় কিছু বাচ্চারা। মৃতদেহটি একটি হাই ভোল্টেজ বৈদ্যুতিক লাইনের নিচে পড়া ছিল। ভয়ে ভীত বাচ্চাগুলো বাড়িতে গিয়ে অভিভাবকদের খবর দেয়। সঙ্গে সঙ্গে স্থানীয় জনগণ ঘটনাস্থলে পৌঁছান এবং পুলিশকে বিষয়টি জানানো হয়। গ্রামের জনগণ মৃতদেহটি শনাক্ত করতে পারেননি।

ডিএসপি( হেডকোয়ার্টার) নয়ন মনি বর্মন পুলিশ বাহিনী নিয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছান। প্রাথমিক তদন্তের পর পুলিশ সন্দেহ করছে যে মহিলাটিকে ধর্ষণ করা হয়েছিল এবং এরপরই শ্বাসরুদ্ধ হয়ে তিনি মারা যান।

প্রায় ৩৭/৩৮ বছর বয়সী মহিলাটির পরনে লাল শাড়ি ছিল এবং শাড়ির একটি অংশ তার গলায় বাধা ছিল। শরীরের নিম্নাংশ নগ্ন অবস্থায় ছিল। পান পাতা, সুপারি এবং রুমাল সহ একটি পলিথিন ব্যাগ ঘটনাস্থলের কাছাকাছি জায়গা থেকে উদ্ধার করা হয়। স্থানীয়রা সন্দেহ করছেন, মহিলাকে অন্য কোথাও ধর্ষণ করে খুন করা হয়েছিল এবং পরে মাঠে এনে রেখে দেওয়া হয়।

পুলিশ ঘটনাটির তদন্ত শুরু করলেও কাউকে গ্রেফতার করা হয়নি। এই ঘটনাকে কেন্দ্র করে হাইলাকান্দির গ্রামে চাঞ্চল্য বিরাজ করছে।

Comments are closed.