Also read in

ঘুঙ্গুর থেকে উদ্ধার যুবতীর মৃতদেহ, সন্দেহ খুন

ফের উদ্ধার হল এক অজ্ঞাত পরিচয় যুবতীর মৃতদেহ। শুক্রবার সকালে ঘুঙ্গুর বাইপাস সংলগ্ন এলাকা থেকে যুবতীর পচা-গলা মৃতদেহ উদ্ধার করে পুলিশ। প্রথমে পথচারীরা মৃতদেহটি দেখতে পান় এবং পুলিশকে খবর দেন। পুলিশ এসে মৃতদেহটি উদ্ধার করে এবং পোস্টমর্টেমের জন্য শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেয়।

ঘুঙ্গুর থানার পুলিশ আধিকারিকরা জানান, মেয়েটির আনুমানিক বয়স ১৯, তবে তার পরিচয় পাওয়া যায়নি এখনও। তাদের ধারণা এটি একটি খুনের ঘটনা।

সাত সকালে এভাবে অজ্ঞাতপরিচয় মৃতদেহ উদ্ধার হওয়াতে ঘুঙ্গুর এলাকায় চাঞ্চল্য দেখা দিয়েছে। সাধারণ মানুষ প্রশ্ন করছেন কেন এভাবে একের পর এক মৃতদেহ উদ্ধার হচ্ছে জেলায়। উল্লেখ্য সম্প্রতি বেশ কয়েকটি মৃতদেহ পরপর শহর তথা পার্শ্ববর্তী এলাকায় উদ্ধার হয়েছে এবং প্রায় সবকটি ভোরের বেলা পাওয়া গেছে। তবে কি রাতের বেলা জেলায় অপরাধমূলক কাজ অবাধে চলছে?

সম্প্রতি জেলার পুলিশ সুপার বদলি হয়েছেন, নতুন পুলিশ সুপার এসপ্তাহেই দায়িত্ব গ্রহণ করবেন। তার কাছে এই অপরাধমূলক কাজগুলো আটকানো সব থেকে বড় চ্যালেঞ্জ হিসেবে থাকবে বলে মনে করছেন জনগণ।

Comments are closed.