
ট্রেনের কামরা থেকে উদ্ধার যুবকের মৃতদেহ, চাঞ্চল্য শিলচর রেলস্টেশনে
একের পর এক চাঞ্চল্যকর ঘটনা ঘটে চলেছে শিলচরে। এবার আরও একটি যুবকের মৃতদেহ উদ্ধার হল, তাও ট্রেনের একটি শৌচাগার থেকে। দুর্লভছড়া-শিলচর ট্রেনের একটি বগির শৌচাগার থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়। মঙ্গলবার রাত প্রায় ১১ টা নাগাদ যাত্রীবাহী ট্রেনের বগি থেকে মৃতদেহটি উদ্ধার করা হয় বলে জানা যায়।
জানা গেছে, মৃতদেহটি ৩০ বছরের একটি যুবকের। যদিও যাত্রীটির পরিচয় এখন পর্যন্ত জানা যায়নি। ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে মৃতদেহ উদ্ধার করা হয়।
খবরে প্রকাশ, রাত প্রায় ১০ টায় দুর্লভছড়া-শিলচর যাত্রীবাহী ট্রেনটি শিলচর রেল স্টেশনে দু নম্বর প্ল্যাটফর্মে আসে। যথারীতি সব যাত্রী নেমে পড়েন। এরপর ট্রেনটিকে নির্দিষ্ট স্থানে সরিয়ে দেওয়া হয়। পরে নিয়মিত পর্যবেক্ষণের সময় নজরে আসে যে একটি বগির একটি শৌচালয় ভেতর থেকে বন্ধ রয়েছে। খুব স্বাভাবিক ভাবেই কর্তব্যরত পর্যবেক্ষকের এতে সন্দেহ জাগে। তিনি উঁকি মেরে ভেন্টিলেটার দিয়ে দেখতে পান যে শৌচাগারের ভেতরে এক যাত্রীর মৃতদেহ পড়ে রয়েছে। সঙ্গে সঙ্গে তিনি ঘটনাটি আরপিএফ এবং জিআরপি কে জানান। এরপর প্রাথমিক তদন্তের পর নির্দিষ্ট বিভাগের আধিকারিকরা ট্রেনের নির্দিষ্ট বগির দরজা জানালা বন্ধ করে দেন।সঙ্গে সঙ্গে পুলিশকে খবর দেওয়া হয়। বুধবার পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়ে দেয়।
কিছুদিন আগে শিলচর রেল স্টেশনে ট্রেনের কামরায় অগ্নিকান্ডের পর এবার ট্রেনের ভেতর থেকে এক যাত্রীর মৃতদেহ উদ্ধারের ঘটনা ঘটেছে। এভাবে একের পর এক চাঞ্চল্যকর ঘটনায় রেল স্টেশন তথা শিলচরে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
Comments are closed.