Also read in

তরুণ ভোটদাতাদের সচেতন করতে কাছাড় প্রশাসনের মুখ স্টার প্লাস অভিনেত্রী দেবোত্তমা সাহা ওরফে অনোখি

গতকাল দেশের প্রধানমন্ত্রী ঘোষণা করেছিলেন যে ২০২১ সালের মার্চ মাসে নির্বাচন কমিশন আসামে বিধানসভা নির্বাচনের তারিখ ঘোষণা করবে। এদিকে কাছাড় জেলা প্রশাসন ভোটারদের সচেতন করার জন্য ইতিমধ্যেই পরিকল্পনা শুরু করেছে এবং বিভিন্নভাবে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।

ভারতের নির্বাচন কমিশনারের একটি ‘ফ্ল্যাগশিপ’ প্রোগ্রাম হচ্ছে, পদ্ধতিগতভাবে ভোটারদের শিক্ষা প্রদান এবং নির্বাচনী অংশগ্রহণ কর্মসূচি। এই অনুষ্ঠানের অংশ হিসেবে জেলা প্রশাসন প্রভাবশালী ব্যক্তিত্বের সাহায্যে ভারতে ভোটারদের সচেতনতা বৃদ্ধি এবং প্রচারের জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করে।

এবার কাছাড় প্রশাসন ভোটারদের মধ্যে সচেতনতা তৈরি করতে বেশ কয়েকটি পরিকল্পনা গ্রহণ করেছে। ভোটারদের সচেতনতা বৃদ্ধির ক্যাম্পেইনে দেবোত্তমা সাহাকে অ্যাম্বাসেডর হিসেবে বেছে নেওয়া বলা যায়, এর মধ্যে অন্যতম।

স্টার প্লাসের “সৌরিয়া ঔর অনোখি কি কাহানি’র মুখ্য অভিনেত্রী অনোখি জানান যে ভোটারদের মধ্যে সচেতনতাবৃদ্ধি অভিযানের অ্যাম্বাসেডর হওয়ার জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে তার সঙ্গে যোগাযোগ করা হয়েছে।

এখানে উল্লেখ্য, শিলচরের মেয়ে দেবোত্তমা সাহা এখন সারাদেশের ঘরে ঘরে ‘অনোখি’ নামে পরিচিত। দেশের প্রথমসারির টিভি চ্যানেল স্টার প্লাসের প্রাইম টাইম শো-য়ের মুখ্য চরিত্রে কাজ করছেন সুভাষ নগরের মেয়ে দেবোত্তমা। অভিনেত্রী হওয়ার পাশাপাশি তিনি একজন ভালো গায়িকা এবং নিজের মিউজিক অ্যালবাম নিয়ে ইতিমধ্যে কাজ শুরু করে দিয়েছেন। নির্বাচনে তরুণ ভোটদাতাদের আকৃষ্ট করতে কাছাড় জেলা প্রশাসনের মুখ হিসেবে তাকে বেছে নেওয়া হয়েছে। এবার মহিলা ভোটদাতাদের সচেতন করার লক্ষ্যে কাজ করছে প্রশাসন, সেই দিক থেকে তরুণ প্রজন্মের সফলতম মুখ হচ্ছেন দেবোত্তমা সাহা, তাই তার সহযোগিতা চাইছে প্রশাসন।

মুম্বাইয়ে সুটিংয়ের ব্যস্ততম কর্মসূচির ফাঁকে সময় বের করে বরাক বুলেটিনের সঙ্গে ফোনে কথা বলেন তিনি। দেবোত্তমা বলেন, “মুম্বাইয়ের অনেক ব্যস্ত শিডিউলের মধ্যেও কাছাড় জেলা প্রশাসনের ক্যাম্পেইনের অংশ হতে রাজি হয়েছি। যেহেতু একটি মহৎ উদ্দেশ্যে আমাকে ডাকা হয়েছে, না করতে পারিনি। তবে সিরিয়ালের পাশাপাশি আমার নিজের গানের অ্যালবাম নিয়ে কাজ করছি, তাই সময় বের করা অত্যন্ত কঠিন হয়ে পড়েছে।কুড়ি দিন আগে আমাদের মধ্যে এ নিয়ে আলোচনা হয়। ওরা আমাকে একটা স্ক্রিপ্ট পাঠাবেন। সেই অনুযায়ী আমি ভিডিও বানিয়ে পাঠিয়ে দেব, তারা সেটা সুবিধা মত ব্যবহার করবেন। অবশ্যই তরুণ ভোটারদের ভোট দিতে উদ্বুদ্ধ করা জরুরি এবং আমি এই কাজে প্রশাসনের সঙ্গে আছি।”

এদিকে কাছাড়ের জেলা উপায়ুক্ত কীর্তি জল্লিও জানান, “আমরা এবারের ক্যাম্পেইনে তার সাহায্য চেয়েছি। তিনি খুব বিনয়ীভাবে আমাদের অনুরোধ গ্রহণ করেছেন। ব্যক্তিগতভাবে এবং অনোখি হিসেবে তার গল্প নিঃসন্দেহে তরুণ প্রজন্মের জন্য অনুপ্রেরণাদায়ক। ভোট দাতাদের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আমরা তার সঙ্গে কাজ করার জন্য অপেক্ষা করছি।”

নির্বাচনের আগে ভোটদাতাদের নিজের ভোটাধিকার ব্যবহার করতে উদ্বুদ্ধ করার ক্ষেত্রে প্রত্যেকবার নানান পদক্ষেপ নেয় প্রশাসন। এবার প্রশাসনের পক্ষ থেকে তরুণ মহিলা ভোট দাতাদের উদ্বুদ্ধ করতে বিশেষ প্রয়াস নেওয়া হচ্ছে। সম্প্রতি সরস্বতী পুজোয় শিলচর শহরে বিভিন্ন কলেজে এই উপলক্ষে নানান অনুষ্ঠান রাখা হয়েছিল। জেলাশাসক সহ অন্যান্য মহিলা আধিকারিকরা এতে অংশ নেন এবং তরুণ মহিলা ভোটার তাদের উৎসাহ যোগান। এবার বরাক উপত্যকার ইয়ুথ আইকন দেবোত্তমা সাহা এই ক্যাম্পেইনে যোগ দেওয়ায় অনেক বেশি তরুণ ভোটাররা আকৃষ্ট হবেন বলে মনে করা হচ্ছে।

Comments are closed.