Also read in

মেডিক্যাল রিপ্রেজেন্টেটিভদের পুজোয় এবারও চমক

 

অল মেডিক্যাল সেলস পিপলস ইউনিয়ন’স দূর্গাপূজা কমিটি প্রত্যেক বৎসর প্রতিমা এবং প্যান্ডেলে নতুন নতুন উদ্ভাবনী চিন্তাধারা কাজে লাগিয়ে আসছে। এবারও শহরে সাড়া জাগানোর প্রস্তুতি চলছে।

আজ সাংবাদিকদের এমনটাই জানালেন পূজা কমিটির সম্পাদক মিঠুন রায়। বিগত নয় বৎসর ধরে পুজোতে ওরা যে উদ্ভাবনী শক্তি কাজে লাগিয়ে ছিলেন এবারের পুজোয় সেই বিগত নয়টা পুজোর থিম নিয়ে প্যান্ডেল সাজানো হবে, অনেকটা স্মৃতিচারণের মতো।

নবদ্বীপের তাপস ডেকোরেটর প্যান্ডেলের সাজগোজে কাজে লাগাচ্ছেন কাঠপেন্সিলের গুঁড়ো, গাছের পাতা, দেশলাই বাক্স, দেশলাই কাঠি, আইসক্রিম কাঠি ইত্যাদি। প্রতিমা নির্মাণে আছেন স্থানীয় শিল্পী সাগর রায়, বিশ্বজিৎ দত্ত এবং আরো কয়েকজন। আলোক সজ্জার দিকটা দেখছেন বিপুল নাথ।

পুজোর বাজেট মোটামুটি ৭-৮ লাখ। প্রসাদ বিতরণ হবে অষ্টমী এবং নবমীতে। “আমরা সব সময়ই এখানকার জনতার সমর্থন পেয়ে এসেছি, আশা করছি এবারও ওদের সমর্থন এবং ভালোবাসা থেকে বঞ্চিত হব না”, বললেন রায়। উদ্যোক্তারা আরো জানালেন যে আগামী ১৬ অক্টোবর অর্থাৎ মহাসপ্তমীর দিন সকালে ওরা কিছু বস্ত্র বিতরনও করবেন।

এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন সভাপতি সত্রজিৎ কানুনগো, কোষাধ্যক্ষ অনুপ দত্ত, সহ-সভাপতি প্রসেনজিৎ দত্ত এবং অংশুমান ভট্টাচার্য, যুগ্ম সম্পাদক অরুপ সুন্দর দত্ত এবং অরূপ গোস্বামী, সাংগঠনিক সম্পাদক সোমনাথ কর এবং যুগ্ম কোষাধ্যক্ষ দিপন দেব।

Comments are closed.

error: Content is protected !!