Also read in

স্নাতক স্তরে বিনামুল্যে শিক্ষাগ্রহণের ব্যবস্থা, ঘোষণা শিক্ষামন্ত্রীর

এবারে স্নাতক ছাত্রছাত্রীদের জন্য সুখবর বয়ে আনল আসাম সরকার। স্নাতক ছাত্রছাত্রীদের বিনামুল্যে শিক্ষাগ্রহনের ব্যবস্থা করছে আসাম সরকার।

শিক্ষামন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা রাজ্যের গরিব ছাত্র ছাত্রীদের জন্য এই সুখবর ঘোষণা করে জানান,এখন থেকে স্নাতক শ্রেণীর দ্বিতীয় এবং তৃতীয় সেমিস্টারে ছাত্র ছাত্রীদের বিনামুল্যে ভর্তি করা হবে। দরং জেলায় এক সভায় বক্তব্য রাখতে গিয়ে শিক্ষামন্ত্রী এই ঘোষণা করেন। তিনি উচ্চ মাধ্যমিকেও ছাত্রদের বিনামূল্যে ভর্তি করা হবে বলে এদিন ঘোষনা করেন। শুধু তাই নয়, ভর্তির দশ দিনের মধ্যে ছাত্র ছাত্রীরা বিনামুল্যে পাঠ্যবইও পাবে বলে তিনি তার বক্তব্যে উল্লেখ করেন।

এখানে উল্লেখ করা যায়, এর আগে সবচেয়ে প্রথমে নবম ও দশম শ্রেণী এবং এরপর উচ্চ মাধ্যমিকের ছাত্রছাত্রীদেরও বিনামুল্যে পাঠ্যবই বিতরণের ব্যবস্থা করেছে সরকার। এবারে স্নাতক শ্রেণীর ছাত্ররা এই সুবিধে পাচ্ছেন। এই ঘোষণার পর আশা করা যায় রাজ্যের শিক্ষাব্যবস্থার আরো উন্নতি হবে এবং গরিব ছাত্রছাত্রীদের শিক্ষাগ্রহণের পথ প্রসারিত হবে।

Comments are closed.