Also read in

বরাক উপত্যকায় বন্যা পরিস্থিতির উন্নতি, হাইলাকান্দিতেও পরীক্ষা স্থগিত

বরাক উপত্যকার ৩ জেলার বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। প্রধান নদী বরাক এবং উপনদী গুলির জলসীমা কমতে শুরু করেছে। আজ রাত নটায় অন্নপূর্ণা ঘাটে বরাক নদীর জলস্তর বিপদ সীমার নিচে নেমে এসেছে বলে জল কমিশন সূত্রে জানা গেছে। বরাক উপত্যকার কাছাড়, করিমগঞ্জ এবং হাইলাকান্দি জেলাতে গতকাল জাতীয় দুর্যোগ প্রশমন বাহিনী এবং রাজ্য দুর্যোগ মোকাবিলা বাহিনীর জওয়ানরা ৬০০০ লোককে বন্যার কবল থেকে উদ্ধার করেছে।
এবারের বন্যায় প্রায় ২ লক্ষ ৭৩ হাজার লোক বিভিন্ন ত্রাণ শিবিরে আশ্রয় গ্রহণ করেছেন।

এদিকে শিলচর ও বদরপুর এর মধ্যে রেল চলাচল শুরু করতে বিভাগীয় কর্মীরা যুদ্ধকালীন তৎপরতায় কাজ করে চলেছেন।

অন্যদিকে, উত্তর হাইলাকান্দির ভয়াবহ বন্যা পরিস্থিতি সরেজমিনে নৌকা যোগে পরিদর্শন করে শেষ পর্যন্ত জেলার স্কুল, কলেজ সহ শিক্ষা প্রতিষ্ঠানে ছুটি সহ পরীক্ষা স্থগিত ঘোষনা করলেন জেলা উপায়ুক্ত আদিল খান। জেলা উপায়ুক্ত সোমবার বিকেলে এক নির্দেশে বন্যার পরিপ্রেক্ষিতে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সব ধরনের শিক্ষা প্রতিষ্ঠানে পরীক্ষা সহ ক্লাস স্থগিত ঘোষণা করেছেন।

এর আগে এদিন জেলার বিভিন্ন বন্যাক্রান্ত এলাকা নৌকাযোগে পরিদর্শন করেন তিনি। এদিন ডিডিসি এফ আর লস্কর এবং আলগাপুরের বিধায়ক নিজাম উদ্দিন লস্করকে সঙ্গে নিয়ে উত্তর হাইলাকান্দির বন্যাক্রান্ত বিস্তীর্ন এলাকা পরিদর্শন করেন। তিনি
কাটাখাল, পাচগ্রাম, বক্রিহাওয়ার ইত্যাদি এলাকায় গিয়ে জলবন্দি মানুষদের জলপরিশোধক প্যাকেটও তুলে দেন।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, এবারের বন্যায় হাইলাকান্দি জেলায় দুই লক্ষাধিক মানুষ গৃহহারা হয়েছেন। জেলার যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হওয়ার পাশাপাশি বহু এলাকা জলমগ্ন হয়ে আছে। এখনো বহু এলাকার বানভাসী মানুষের কাছে সরকারি ত্রাণ পৌঁছেনি বলে অভিযোগ।

জেলাশাসক এদিন উত্তর হাইলাকান্দির বেশ ক’টি ত্রাণশিবিরও পরিদর্শন করেন। জেলাশাসক এদিন নিজের চোখে ত্রাণ শিবিরের অব্যবস্থা প্রত্যক্ষ করেন। বন্যা দুর্গতরা ডিসিকে কাছে পেয়ে ক্ষোভে ফেটে পড়েন। জেলাশাসক তাৎক্ষনিকভাবে এব্যাপারে পদক্ষেপ নিতে হাইলাকান্দির ডিডিসি এফ আর লস্করকেকে নির্দেশ দেন ।

এদিকে বন্যার দরুন উত্তর হাইলাকান্দির হাজার হাজার মানুষকে রেললাইন এবং জাতীয় সড়কে আশ্রয় নিয়ে চরম দুর্দশার মধ্যে দিন কাটাতে দেখা গেছে। উপায়ুক্ত আদিল খান এদিন জানান, বন্যা মোকাবিলায় জেলাপ্রশাসন তৎপর রয়েছে।

Comments are closed.