মুখ্যমন্ত্রীর কনভয়ের সামনেই পরিমল বিরোধী স্লোগান
২০১৬ সালের আগস্ট মাস থেকে নিখোঁজ মন্ত্রী পরিমল শুক্লবৈদ্যের গাড়ির চালক কাজল দত্ত। তার মা শেফালী দত্ত বারবার সরকারের কাছে আবেদন জানালেও ছেলের খোঁজ পাওয়া যায়নি। রবিবার মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়ালের কনভয় যখন ধলাই ঢুকছে, সেখানে দাঁড়িয়ে বনমন্ত্রীকে কালো পতাকা দেখালেন একাংশ এলাকাবাসী। প্লেকার্ড হাতে নিয়ে নিজেদের অভিযোগের কথা জানালেন। যদিও পুলিশের সহায়তায় প্রতিরোধ সরিয়ে নেওয়া হয়, তবে এব্যাপারে সারা সন্ধ্যা আলোচনা হয়েছে।
দুই দিনের সফরে শিলচরের রয়েছেন মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল। বিধানসভা নির্বাচনের প্রচারের আনুষ্ঠানিক রণডঙ্কা বাজাতে আজ শিলচর আসছেন দলের কেন্দ্রীয় সভাপতি জেপি নাড্ডা। এছাড়া হিমন্তবিশ্ব শর্মা সহ দলের তারকারা উপত্যকায় আসছেন। এই সময়ে বরাকের একমাত্র মন্ত্রী পরিমল শুক্লবৈদ্যের বিরুদ্ধে স্লোগান ওঠার কারণ কোথায়? চার বছর ধরে তার এক গাড়ী চালক নিখোঁজ।
কাজল দত্তের মা গৌহাটি হাইকোর্টে আবেদন করেছেন, তিনি ঘটনার সিবিআই তদন্ত দাবি করেছেন। তার বয়ান, “আমার বয়স এখন ৭০ বছর, এই বয়সে ছেলেকে খুঁজে বেড়াচ্ছি। জানিনা আদৌ সে বেঁচে আছে কিনা, অথবা কোনও বিপদে আটকা পড়ে রয়েছে হয়তো। স্থানীয় রাজনৈতিক নেতারা বারবার আশ্বাস দিলেও ছেলেকে খুঁজে বের করতে সাহায্য করছেন না। প্রথমদিকে আমি তাদের আশ্বাসে ভরসা করেছিলাম, কিন্তু এখন মনে হচ্ছে আমাকে ঠকানো হয়েছে। তাঁকে খুঁজতে নিরপেক্ষ তদন্ত হয় না, আমার মনে হয় কোনও ক্ষমতাবান ব্যক্তি সেটা হতে দিচ্ছেন না।’
বনমন্ত্রীর নিজের সমষ্টির কিছু লোক এবার বৃদ্ধা মহিলার পাশে দাঁড়িয়েছেন। তাদের মধ্যে কেউ কেউ মন্ত্রীর নিজের দলের মানুষ রয়েছেন। তারা বারবার আওয়াজ তুলছেন কিন্তু কোনও এক অদৃশ্য কারণে নিরপেক্ষ তদন্ত হচ্ছে না। শেষমেষ মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে প্লে-কার্ড দেখিয়ে বনমন্ত্রীকে জিজ্ঞাসা করেন, ‘আপনার নিখোঁজ গাড়িচালক কোথায়?’
ঘটনাটি মুখ্যমন্ত্রীর চোখে পড়েছে কিনা সেটা নিয়ে কোন পরিষ্কার তথ্য পাওয়া যায়নি, তবে ধলাইয়ের অনুষ্ঠানে সর্বানন্দ সোনোয়াল বনমন্ত্রী পরিমল শুক্লবৈদ্যের প্রশংসা করেন। তিনি বলেন, ‘ফরেস্ট সার্ভে অফ ইন্ডিয়া অসম রাজ্যের বন-সংরক্ষণ কার্যকলাপকে বিশেষভাবে সাধুবাদ জানিয়েছেন। বন-সংরক্ষণের পাশাপাশি বন্য জীবজন্তুর অবস্থা আগে থেকে অনেক সংরক্ষিত এবং সুন্দর হয়েছে। বিশেষকরে অসমে বাঘের সংখ্যা বৃদ্ধি হওয়ায় সারাদেশের কাছে আমাদের মাথা উঁচু হয়েছে। অবশ্যই বনমন্ত্রী পরিমল শুক্লবৈদ্যের সদিচ্ছা এবং অক্লান্ত পরিশ্রমের ফলেই এটা সম্ভব হয়েছে। আমরা তার তত্ত্বাবধানে আগামীতে বন সংরক্ষণের ক্ষেত্রে সারা পৃথিবীর কাছে এক নজির রাখতে সমর্থ হবে বলেই বিশ্বাস করি আমি।’
সোমবার বিজেপির গুরুত্বপূর্ণ সভা রয়েছে, হয়তো সেখানেও নিজের দাবি নিয়ে পৌঁছে যেতে পারেন নিখোঁজ কাজল দত্তের মা।
Comments are closed.