Also read in
পঞ্চায়েত নির্বাচনের ভোট গণনার সময়সূচি ঘোষণা করলেন কাছাড়ের জেলাশাসক
কাছাড় জেলায় ২০১৭-১৮ পঞ্চায়েত নির্বাচনের ভোটগননার দিন ও সময় ঘোষণা করলেন কর্তৃপক্ষ। ভোট গণনা শিলচর আইএসবিটি/আইএসটিটিতে সকাল আটটা থেকে শুরু হবে, চলবে রাত দশটা পর্যন্ত চলবে। গণনার দিন ধার্য হয়েছে ১২ ও ১৩ই ডিসেম্বর ।
সংযুক্ত চার্টে সমস্ত বিবরণ বিস্তারিতভাবে দেওয়া রয়েছে।
Comments are closed.