
করোনা ভাইরাসে আক্রান্ত উপাধ্যক্ষ আমিনুল হক লস্কর
করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন রাজ্য বিধানসভার উপাধ্যক্ষ তথা সোনাইয়ের বিধায়ক আমিনুল হক লস্কর। বিজেপির জেলা কমিটি সূত্রে খবর অনুযায়ী, কয়েকদিন ধরে হালকা জ্বরে ভুগছিলেন তিনি। ফলে সম্প্রতি বিভিন্ন অনুষ্ঠানেও অংশ নেননি। সচেতন নাগরিক হিসেবে সোয়াব স্যাম্পল পরীক্ষা করিয়েছিলেন এবং এতে তার পজিটিভ পাওয়া গেছে।
শিলচর মেডিকেল কলেজ হাসপাতালের পক্ষ থেকে জানানো হয়েছে, উপাধ্যক্ষের যেহেতু জ্বর ইত্যাদি উপসর্গ রয়েছে তাই তাকে হয়তো মেডিকেল কলেজ হাসপাতালেই চিকিৎসাধীন রাখা হবে। তবে চিন্তার কোনও কারণ নেই তার স্বাস্থ্যের অবস্থা ভালো।
সাংসদ রাজদীপ রায় জানিয়েছেন, উপাধ্যক্ষ আমিনুল হক লস্করের কিছুটা ইনফ্লুয়েঞ্জা জাতীয় উপসর্গ রয়েছে। পাশাপাশি তার খানিকটা ডায়াবেটিস রয়েছে। তবে তিনি একজন সচেতন ব্যক্তি, তার স্বাস্থ্যের অবস্থা স্বাভাবিক। একজন সচেতন নাগরিক হিসেবে তিনি নিজে থেকেই বিভিন্ন সরকারি অনুষ্ঠানে অংশ নেননি। বাড়িতেই নিজেকে আলাদা করে রেখেছিলেন এবং সময়মতো টেস্ট করিয়েছেন। এখন পরিস্থিতি এমন, যেখানে অনেক বেশি সংখ্যক মানুষ আক্রান্ত হচ্ছেন। তবে সুস্থ হওয়ার সংখ্যাও প্রায় একই রকম। প্রত্যেক বয়সের মানুষ করোনা ভাইরাসকে হারিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরছেন। তিনিও একইভাবে চিকিৎসাধীন থেকে সময়মতো সুস্থ হয়ে বাড়ি ফিরবেন। উপাধ্যক্ষের সঙ্গে তার গাড়ির চালকও পজেটিভ হয়েছেন বলে শোনা গেছে।
Comments are closed.