Also read in

ভয়াবহ পথ দুর্ঘটনায় ৩ জনের মৃত্যু; "৩১ ডিসেম্বর কালাইন-শিলচর সড়কে যেন একটা বার্ষিক ঘটনা হয়ে উঠছে" বললেন স্থানীয়রা

একটি মোটরসাইকেল দুর্ঘটনা বরাক উপত্যকার অন্তত তিনটি পরিবারের জন্য নতুন বছরে দুঃসংবাদ নিয়ে এলো।

গত রাত সাড়ে ১১টা নাগাদ উজানগ্রাম, বড়খলার বাসিন্দারা রাস্তার পাশের গাছের সঙ্গে মোটরসাইকেলের প্রচণ্ড ধাক্কায় হতবাক হয়ে পড়েন।

তিনজন পুরুষ একটি মোটরসাইকেলে যাচ্ছিলেন, স্থানীয়দের মতে, যা প্রবল গতিতে রাস্তা দিয়ে যাচ্ছিল। এতে গাছের সঙ্গে ধাক্কা লেগে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। তৃতীয় ব্যক্তিকে দ্রুত শিলচর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে (এসএমসিএইচ) নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

“গত বছর ও এই দিনে আমরা এমন একটা দুর্ঘটনা প্রত্যক্ষ করেছি এবং এ বছরও তাই। প্রশাসনের কাছে আমাদের অনুরোধ, দয়া করে সড়কের পাশে অবৈধভাবে মদ বিক্রির দোকানগুলিতে অভিযান চালান কারণ এটি অনেকের মৃত্যু ঘটাচ্ছে, বিশেষ করে নববর্ষের আগের দিনগুলিতে, ” যুবকদের উদ্ধার করতে ঘটনাস্থলে ছুটে আসা একজন স্থানীয় বাসিন্দা বলেন।

এই ভয়াবহ দুর্ঘটনায় বদরপুর-মাসিমপুরের বাসিন্দা রাজ বিশ্বাস, বালিঘাট, দাস কলোনির বাসিন্দা কিশান গুরুং প্রাণ হারিয়েছেন; তৃতীয় ব্যক্তি হলেন স্বপন দাস, যিনি শিলচরের মেহেরপুর এলাকার বাসিন্দা।

এখানে উল্লেখ করা প্রয়োজন যে, ৩১ ডিসেম্বর, ২০২১ তারিখেও একই স্থানে দুর্ঘটনায় কৃষি বিভাগের একজন পদস্থ কর্মচারী মারা গিয়েছিলেন।

Comments are closed.