ভাগা বাজারে পুরনো প্লাস্টিকের কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
ভাগাবাজারের অদূরে সরসপুরে পুরাতন প্লাস্টিকের কারখানায় এক বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনায় এলাকা জুড়ে আতঙ্কের সৃষ্টি হয় । রাত প্রায় সাড়ে দশটা নাগাদ জিলানী নামক এক ব্যক্তির কারখানায় এই আগুন লাগে। প্রচুর পরিমাণ প্লাস্টিক জাতীয় জিনিস মজুদ থাকায় মুহূর্তের মধ্যে আগুন পুরো কারখানায় ছড়িয়ে পড়ে।
কারখানার কাজে প্রায় ১৫ জন শ্রমিক নিয়োজিত আছেন। এই শ্রমিকদের থাকার ঘরেও আগুন লাগে। ওদের ঘরে থাকা গ্যাস সিলিন্ডার গুলোও প্রচন্ড শব্দে বিস্ফোরিত হয়। যার ফলে আগুন আরো তীব্র আকার ধারণ করে। কারখানার ভেতরে থাকা তিনটি লরিও আগুনে পুড়ে ভষ্মিভূত হয়।
দাহ্য পদার্থ প্রচুর পরিমাণে থাকায় দমকলের ইঞ্জিন গুলো প্রাথমিকভাবে ব্যর্থ হলেও অবশেষে আগুন নিয়ন্ত্রণে আসে।এখনো পর্যন্ত কোন হতাহতের খবর না পাওয়া গেলেও, হতাহতের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
Comments are closed.