
বিধ্বংসী অগ্নিকাণ্ড উধারবন্দের পানগ্রামে, পুড়ে ছাই বসতবাড়ি
এক বিধ্বংসী অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হয়ে যায় বসতবাড়ি । ঘটনাটি ঘটেছে উধারবন্দ থানার অন্তর্গত পানগ্ৰাম দ্বিতীয় খণ্ডের পলঢর এলাকায় গতকাল।
ঘটনার বিবরণ দিতে গিয়ে প্রতক্ষ্যদর্শীরা জানান, সন্ধ্যা সাড়ে সাতটা নাগাদ আব্দুল করিম লস্করের ছেলে সাহারুল ইসলাম লস্করের ঘরে আগুন জ্বলতে দেখেন । আগুন লাগার কিছুক্ষণ পর বিকট শব্দে ঘরে থাকা সিলিণ্ডার বিস্ফোরণ হয় । মুহূর্তের মধ্যে পুরো ঘরটি আগুনে গ্ৰাস করে নেয় । আগুন দেখে স্থানীয়রা ছুটে গিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন । খবর দেওয়া হয় দমকল বাহিনীকে । খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান উধারবন্দ থানার ওসি অসিত সূত্রধর সহ দমকল বাহিনীর কর্মীরা । দমকল বাহিনী ঘটনাস্থলে পৌঁছার আগেই ঘরটি পুড়ে ছাই হয়ে যায় । সাহারুল ইসলাম লস্করের ঘর পুড়ে ছাই হয়ে গেলেও পাশে থাকা চিত্ত দাসের ঘরকে রক্ষা করতে সক্ষম হন স্থানীয় নাগরিক সহ দমকল বাহিনীর কর্মীরা ।
জানা গেছে , সাহারুল কর্মসূত্রে মিজোরামে থাকেন । পরিবারের কেউ ঘটনার সময় ঘরে ছিলেন না। ঐসময় সাহারুলের স্ত্রী জমজম বেগম লস্কর তার সন্তানদেরকে টিউশন থেকে আনতে গিয়েছিলেন । স্থানীয়রা খবর দিলে তিনি ছুটে আসেন এবং ঘটনাটি দেখে কান্নায় ভেঙ্গে পড়েন । ঘরটি পুড়ে ছাই হয়ে গেলেও ক্ষয়ক্ষতির সঠিক পরিমান এখন অব্দি জানা যায়নি ।
Comments are closed.