Also read in

কাগজকল পুনরুদ্ধার, ভাষাশহীদ স্টেশন, কা-শহীদদের পরিবারকে পেনশন: প্রকাশিত কংগ্রেসের ম্যানিফেস্টো

প্রথম দফায় নির্বাচনের এক সপ্তাহ আগে কংগ্রেস দল তার মেনিফেস্টো আনুষ্ঠানিকভাবে প্রকাশ্যে এনেছে। রাজ্যে ক্ষমতায় থাকা বিজেপি এখনও তাদের নির্বাচনী ইস্তাহার প্রকাশ করেনি কিন্তু এই সপ্তাহেই সেটা প্রকাশ হওয়ার সম্ভাবনা রয়েছে। রাহুল গান্ধী বলেছেন এটি কংগ্রেসের নয় জনগণের ইস্তাহার। দলের ৫-গ্যারান্টি প্রকল্পের ছাপ ম্যানিফেস্টোতেও রয়েছে। ৫ লক্ষ সরকারি চাকরি, বেসরকারি ক্ষেত্রে চাকরির সম্ভাবনা গড়ে তোলা, গৃহিণীদের প্রতিমাসে দুই হাজার টাকা করে দেওয়া, ভাষা শহীদ এবং কা-আন্দোলনে শহীদ হওয়াদের পেনশন দেওয়া ইত্যাদি রয়েছে ম্যানিফেস্টোতে। তবে বরাক উপত্যকার কয়েকটি বিশেষ দাবী স্থান পেয়েছে, কাছাড় এবং জাগীরোড কাগজ কল পুনরুদ্ধার, শিলচর রেল স্টেশনকে ভাষা শহীদ স্টেশন নাম দেওয়া, ভাষা শহীদদের পেনশন দেওয়া ইত্যাদি।

এদিন বিকেল পাঁচটায় গুয়াহাটিতে প্রদেশ কংগ্রেসের কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে জনসমক্ষে তুলে ধরা হয় ম্যানিফেস্টো। রাহুল গান্ধীর সঙ্গে সেখানে উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি রিপুন বরা, নির্বাচনে অসমের দায়িত্বে থাকা জিতেন্দ্র সিং, সাংসদ গৌরব গগৈ, প্রাক্তন সাংসদ তথা জাতীয় মহিলা কংগ্রেসের সভানেত্রী সুস্মিতা দেব সহ অন্যান্যরা। ‌

রাহুল গান্ধী বলেন জনগণের কথা মাথায় রেখে আমরা কাজ শুরু করেছিলাম এবং তাদের মতামত নিয়েই ম্যানিফেস্টো বানানো হয়েছে, এটা কংগ্রেসের নয় জনগণের ম্যানিফেস্টো। ৫-গ্যারান্টি ছাড়াও অন্যান্য বিষয় রয়েছে এতে।

একদিকে যেমন ভাষাশহীদদের পরিবারকে পেনশন দেওয়ার কথা উল্লেখ করা হয়েছে, পাশাপাশি ক্যা-আন্দোলনে শহীদ হওয়া ব্যক্তিদের পরিবারের কাউকেও পেনশন দেওয়ার প্রস্তাব রয়েছে। উল্লেখ্য, বরাক উপত্যকায় কা আন্দোলনের শহীদ হওয়ার কোনও নিদর্শন আপাতত নেই। কাগজ কল পুনরুদ্ধার নিয়ে বিজেপির কোন নেতা এখনো মুখ খোলেননি তবে কংগ্রেসের মেনিফেস্টোতে বিষয়টি স্থান পেয়েছে। রেলওয়ে স্টেশনকে ভাষা শহীদ স্টেশন নামকরণের দাবি বহুদিনের। নির্বাচনের আগে এই বিষয়টি উল্লেখ করে কংগ্রেস জনমনে আলাদা জায়গা করে নিতে চাইছে।

কংগ্রেসের মেনিফেস্টোতে বরাক উপত্যকার জন্য একটি বিশেষ পাতা রাখা হয়েছে এবং এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে নিউরো ইত্যাদি বিভাগ চালু করা এবং রবীন্দ্রনাথ ঠাকুরের নামে একটি মিউজিয়াম গড়ে তোলা।

তবে বিজেপির তরফে কংগ্রেসের ম্যানিফেস্টোকে হাস্যকর বলা হয়েছে। প্রাক্তন মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য বলেন, “তারা এত বছর শাসন করেছেন তখন কোনও প্রতিশ্রুতি পালন করা হয়নি। তারা জানেন এবার কোনভাবেই তাদের সরকার আসছে না, ফলে প্রতিশ্রুতি ইচ্ছেমতো বানানো যায়। আর আমরা প্রত্যেকেই সেই ভিডিও দেখেছি কিভাবে তারা মেনিফেস্টো বানাচ্ছেন, আমরা এসবকে গুরুত্ব দিচ্ছি না।”

Comments are closed.