গভীর রাতে লাবক বাগানের সহকারী ম্যানেজার নৃশংস ভাবে খুন, গ্রেফতার ৩
গতকাল গভীর রাতে খুন হলেন লাবক বাগানের এসিস্ট্যান্ট ম্যানেজার সন্দীপ সিং তানোয়ার। রাত প্রায় সাড়ে এগারোটা নাগাদ ঘটনাটি ঘটেছে বলে জানা গেছে। অনেক রাত পর্যন্ত ঘরে না ফেরায় পুলিশে খবর দেওয়া হয়। বাগানের লোকজন খোঁজাখুঁজি করে মৃতদেহ একটা ঝোপের পাশে দেখতে পায়। পুলিশ আজ সকালে তার মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য প্রেরণ করে; মৃতদেহে আঘাতের চিহ্ন রয়েছে।
তবে ঘটনাস্থলে ডগ স্কোয়াড নিয়ে অনুসন্ধান করেও পুলিশ হত্যাকারীর সঠিক কোনো হদিস বের করতে পারেনি। হত্যার কারণ সম্পর্কে পুলিশ এখনও ধন্দে আছে।এখন পর্যন্ত তিনজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। পুলিশি তদন্ত চলছে এবং খুব শিগগিরই আততায়ী গ্রেফতার হবে বলে পুলিশ কর্তৃপক্ষ আশা করছেন।সন্দীপ সিং তানোয়ারের মৃত্যুতে শোকের ছায়া নেমে আসে।
এখানে উল্লেখ্য, ৪০ বর্ষীয় তানোয়ার লাবক বাগানে সহকারী ম্যানেজার হিসেবে বেশ কয়েক বছর ধরে রয়েছেন। লাবক বাগানটি লক্ষীপুর মহকুমায় অবস্থিত এবং আদিত্য বিড়লার জয়শ্রী টি কোম্পানির মালিকানাধীন।
Comments are closed.