পরাজয়ের ব্যবধান এত বিশাল হবে আশা করিনি, তবে গণরায়কে শ্রদ্ধা জানাচ্ছি: সুস্মিতা দেব
শিলচর নির্বাচন চক্রের কংগ্রেস প্রার্থী সুস্মিতা দেব আনুষ্ঠানিকভাবে পরাজয় স্বীকার করেছেন। গত নির্বাচনে কেন্দ্রীয় মন্ত্রী কবীন্দ্র পুরকায়স্থকে ৩৫,২৪১ ভোটের ব্যবধানে পরাজিত করে তিনি শিলচর থেকে সাংসদ হিসেবে নির্বাচিত হয়েছিলেন। এবার সিপিআইএম এবং এআইইউডিএফ’র শিলচর থেকে কোনও প্রার্থী না থাকায় বিজেপির সঙ্গে তার মুখোমুখি সংঘর্ষ ছিল। দেখা যাচ্ছে, কংগ্রেস এআইইউডিএফ এবং সিপিআইএম’র টানতে ব্যর্থ হয়েছে, কারণ বিজেপি ৬৪ হাজারেরও বেশি ভোট পেয়েছে।
মহিলা কংগ্রেস সভানেত্রী বরাক বুলেটিনের সঙ্গে কথা বলতে গিয়ে বলেন, “আমার পক্ষে এটা খুব কঠিন একটা লড়াই ছিল। আমি আমার সেরা দিয়েছি। আমি ভেবেছিলাম ব্যবধানটা ২৫ হাজার থেকে ৩০ হাজার ভোটের কাছাকাছি হতে পারে। তবে আশা করিনি যে এত বিশাল ব্যবধানে পরাজিত হব।”
তিনি আরও বলেন, “আমি গণরায়কে পুরোপুরি সম্মান করছি।” আমাদের প্রতিবেদক তাকে নির্বাচনের প্রতিবন্ধকতার কারণগুলি সম্পর্কে কিছু আলোকপাত করতে বললে তিনি এড়িয়ে যান। “এই মুহূর্তে আমার পক্ষে সে কারণগুলো শনাক্ত করা সম্ভব হচ্ছে না। কি ভুল হয়েছে সেটা বিশ্লেষণ করার জন্য আমরা একসঙ্গে বসব”, তিনি বলেন।
Comments are closed.