"হিন্দু বলেই প্রার্থী করেনি কংগ্রেস," দলের সব দায়িত্ব থেকে অব্যাহতি নিলেন পাপন দেব
প্রার্থী তালিকা প্রকাশ করেছে কংগ্রেস, বড়খলায় মিসবাহুল ইসলাম লস্কর, শিলচরে তমাল কান্তি বণিক, কাটলিছড়ায় সঞ্জীব রায়ের মতো নাম উঠে এসেছে। সেইসঙ্গে বাদ পড়েছেন রুমি নাথ এবং পাপন দেবের মত প্রত্যাশীরা। স্বভাবতই কিছুটা হতাশা দেখা দিয়েছে বাদপড়া প্রার্থীদের মনে। পাপন দেব শেষমেষ প্রকাশ্যে বলেছেন হিন্দু বলেই কংগ্রেস তাকে প্রার্থী করেনি। তিনি দলের সব দায়িত্ব থেকে নিজেকে অব্যাহতি দিয়েছেন এবং সাধারণ সদস্য হিসেবেই থাকবেন বলে সিদ্ধান্ত নিয়েছেন। নিজের কথাগুলো সোশ্যাল মিডিয়ায় তুলে ধরেছেন পাপন দেব।
তিনি বলেন, “কংগ্রেস তার তালিকা তুলে ধরেছে এবং বড়খলায় প্রার্থী হয়েছেন মিসবাহুল ইসলাম লস্কর। আমি তাকে অভিনন্দন জানাই এবং নির্বাচনের জন্য শুভেচ্ছাও। আমি হিন্দু বলেই কংগ্রেস দল আমাকে প্রার্থী করেনি। তবে আমি একজন ধর্ম নিরপেক্ষ ব্যক্তি, দেশের স্বার্থে জনগণের স্বার্থে কংগ্রেস করে যাব।”
আর একটি পোস্টে তিনি লিখেছেন, “আমি কংগ্রেসের সব ধরনের দায়িত্বভার থেকে নিজেকে মুক্ত করছি। দল ছাড়ছি না প্রাথমিক সদস্য হিসেবে কাজ করে যাব।” জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক এবং সেবা দলের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছিলেন তিনি।
এআইইউডিএফের সঙ্গে জোটে নির্বাচন লড়ছে কংগ্রেস দল। প্রায় এক সপ্তাহ ধরে আলোচনার পর শেষমেশ দলের দ্বিতীয় প্রার্থী তালিকা ঘোষণা করা হয়েছে, এর মধ্যেই রয়েছে বরাক উপত্যকার সবকটি আসন। অঞ্চলের প্রার্থী হয়েছেন তমাল কান্তি বণিক, বড়খলায় প্রার্থী মিসবাহুল ইসলাম লস্কর, উত্তর করিমগঞ্জে কমলাক্ষ দে পুরকায়স্থ, দক্ষিণ করিমগঞ্জে সিদ্দেক আহমেদ, কাটলিছড়ায় সঞ্জীব রাই, ধলাইয়ে কামাখ্যাপ্রসাদ মালা, উধারবন্দে অজিত সিং, লক্ষীপুরে মুকেশ পাণ্ডে, বড়খলায় মিসবাহুল ইসলাম লস্কর, কাটিগড়ায় খলিল উদ্দিন মজুমদার, রাতাবাড়ি- শম্ভু সিং মালা, পাথারকান্দি- শচীন সাহু।
বিজেপির তালিকা প্রকাশের পর বিদ্রোহের যে সুর দেখা দিয়েছিল কংগ্রেসে সেটা তুলনামূলকভাবে কম হলেও বিদ্রোহ রয়েছে।
Comments are closed.