কলকাতায় সুর নন্দন ভারতী'র রজত জয়ন্তীতে পুরস্কৃত হলেন শিলচরের গুণীজনরা
সুর নন্দন ভারতী, কলকাতা’র রজত জয়ন্তী বর্ষ পূর্তি অনুষ্ঠানে শিলচরের বিভিন্ন ক্ষেত্রে বিশিষ্ট কয়েকজনকে পুরস্কার প্রদান করে সম্মানিত করা হয়। তাছাড়া, রজত জয়ন্তী উপলক্ষে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করে শ্রুতি নাটক পরিবেশন করলেন শিলচরের সুরম্য ছন্দবাসরের শিল্পীরা।
এখানে উল্লেখ করা যেতে পারে, সুর নন্দন ভারতী পঁচিশ বছর পূর্তি উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে রজত জয়ন্তী উৎসব পালন করছে। এই উৎসবের অঙ্গ হিসেবে বৃহস্পতিবার ও শুক্রবার কলকাতার বিড়লা একাডেমি ও জ্ঞানমঞ্চ প্রেক্ষাগৃহে বিভিন্ন ক্ষেত্রে কৃতিত্বের জন্য গুণী ব্যক্তিদের পুরস্কৃত করা হয়। বরাক উপত্যকার পুরস্কারপ্রাপ্ত সম্মানিত ব্যক্তিত্বদের মধ্যে লাইফ টাইম অ্যাচিভমেন্ট অর্থাৎ ‘জীবন কৃতি’ পুরষ্কারে পুরস্কৃত হয়েছেন শিলচরের দেবাঞ্জন মুখোপাধ্যায়। সাহিত্যে অবদানের জন্য ‘কাব্যনন্দন’ পুরস্কার পেয়েছেন আসাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শুভব্রত দত্ত ও অধ্যাপক বিশ্বতোষ চৌধুরী। সাংস্কৃতিক কর্মী হিসেবে স্বর্ণালী চৌধুরী ও সন্তোষ চন্দ্র পেয়েছেন ‘কৃষ্টিনন্দন’ পুরস্কার।
তাছাড়া কলকাতার জ্ঞানমঞ্চ প্রেক্ষাগৃহে এই রজত জয়ন্তী বর্ষ উদযাপন উপলক্ষে অনুষ্ঠিত সাংস্কৃতিক অনুষ্ঠানে সুরম্য ছন্দ বাসরের শিল্পীরা শুক্রবার সন্ধ্যায় পরিবেশন করেছেন শ্রুতি নাটক “ব্যাকুলতা”। নাটকটি রচনা ও পরিচালনা করেছেন দেবাঞ্জন মুখোপাধ্যায়। এতে অংশগ্রহণকারী শিল্পীরা হলেন শিলচরের দেবাঞ্জন মুখোপাধ্যায়, সংহিতা পাল, মিঠু সাহা দাস ( বর্তমানে ভাইজাগের বাসিন্দা), কলকাতার শুভাশিস গুহ( মূলত শিলংয়ের), কলকাতার দীপশিখা চৌধুরী। আবহসঙ্গীতে রয়েছেন কলকাতার দেবাশীষ ভট্টাচার্য্য ( মূলত ধর্মনগরের)।
অনুষ্ঠানে শিলচরের শিল্পীদের পরিবেশনায় “বিশ শতকের নির্বাচিত কবিতা” শীর্ষক একটি আবৃত্তি সিডিরও উন্মোচন করা হয়। সিডিটি উন্মোচন করেন প্রখ্যাত নৃত্য ব্যক্তিত্ব পণ্ডিত বিরজু মহারাজ। সিডিটি’র মুখবন্ধ লিখেছেন ডঃ বিশ্বতোষ চৌধুরী এবং সিডিটিতে কন্ঠ দিয়েছেন দেবাঞ্জন মুখোপাধ্যায়, সংহিতা পাল, জয়তী চক্রবর্তী, মিঠু সাহা দাস ও অর্চনা ভট্টাচার্য (পুরকায়স্থ)। একই অনুষ্ঠানে শিলচরের সৌমপর্না মুখোপাধ্যায়ের “আউট ইন দ্য ওয়াইল্ড” নামে একটি ইংরেজি কাব্যগ্রন্থেরও উন্মোচন করা হয়।
Comments are closed.