Also read in

বিশ্ব পরিবেশ দিবসে ১০ লক্ষ গাছ লাগাবে জেলা প্রশাসন, আসছেন মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল

আগামী ৫ই জুন বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে রাজ্য সরকারের তরফে মুখ্য অনুষ্ঠানটি শিলচরে রাখা হয়েছে। এতে অংশ নিতে শিলচরে আসছেন মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল সহ বিভিন্ন সরকারি আধিকারিকরা। জেলা প্রশাসনের উদ্যোগে ৫ জুন থেকে সারা জেলায় একমাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি চলবে। মোট ১০লক্ষ গাছ লাগানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। জেলাশাসক লায়া মাদ্দুরি বৃহস্পতিবার এক সাংবাদিক সম্মেলন আয়োজন করে অনুষ্ঠানটির ব্যাপারে বিস্তারিতভাবে জানান।

এদিন সাংবাদিক সম্মেলনে জেলাশাসক লায়া মাদ্দুরি সহ বনসংরক্ষণ বিভাগের আধিকারিক সানি দেও চৌধুরী, শিলচর পুরসভার সহ-সভানেত্রী চামেলি পাল ও অন্যান্যরা অংশ নেন।
সানি দেও চৌধুরী বলেন, এবছরের বিশ্ব পরিবেশ দিবসের থিম হচ্ছে ‘বায়ু প্রদূষণ’। বাতাসকে স্বচ্ছ রাখতে সব থেকে বেশি প্রয়োজন হচ্ছে গাছপালার। তবে সাধারণ মানুষের সচেতনতার অভাবে প্রতিনিয়ত গাছপালা কমে আসছে। এই উদ্দেশ্য নিয়ে বন সংরক্ষণ বিভাগ সহ জেলা প্রশাসনের অন্যান্য বিভাগের সহায়তায় সারা জেলায় মোট ১০ লক্ষ বৃক্ষ রোপন করা হবে। গাছের চারা লাগানোর পাশাপাশি এগুলোকে সংরক্ষণ করার দিকে বিশেষ নজর রাখছে জেলা প্রশাসন। জেলার বিভিন্ন সামাজিক সংগঠনকে দায়িত্ব দেওয়া হয়েছে তারা যেন গাছের বৃদ্ধি এবং সুরক্ষার দিকে বিশেষ নজর রাখে। প্রত্যেকটি চারার একটি করে নম্বর ধার্য করা হয়েছে। জেলা প্রশাসনের তরফে সারাবছর এগুলোর দিকে নজর রাখা হবে।

জেলা শাসক লায়া মাদ্দুরি বলেন, ৫ই জুন রাজ্য সরকারের তরফে আয়োজিত বিশ্ব পরিবেশ দিবস অনুষ্ঠানটি বিশেষভাবে সাজানো হয়েছে। পরিবেশ সচেতনতা কিভাবে মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়া যায়। এই উদ্দেশ্য নিয়েই অনুষ্ঠানের প্রত্যেকটি দিক সাজানো হয়েছে। অনুষ্ঠানে গাছের চারা বিতরণ সহ পরিবেশ সচেতনতামূলক আলোচনা ও অন্যান্য পরিবেশনা রয়েছে। পাশাপাশি প্রাকৃতিকভাবে বানানো খাবার ও অন্যান্য সামগ্রীর কয়েকটি স্টলও এতে রাখা হবে। যেসব সামাজিক সংস্থা অনুষ্ঠানে অংশ নেবে তাদের বুঝিয়ে দেওয়া হবে কিভাবে গাছের চারাগুলো সংরক্ষণ করা দরকার। শহরের রাস্তার মাঝখানে যে সব ডিভাইডার রয়েছে, সেখানে গাছের চারা লাগানো হবে এবং স্থানীয় সামাজিক সংস্থা এগুলো রক্ষণাবেক্ষণের দায়িত্ব নেবে।
বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে রাজ্য সরকারের তরফে প্রত্যেক বছর রাজ্যের কোনও না কোনও এলাকায় মুখ্যভাবে অনুষ্ঠান আয়োজন করা হয়। এবছরের অনুষ্ঠানটি শিলচরে আয়োজন করা হচ্ছে। কাছাড় জেলা প্রাকৃতিক দিক দিয়ে অনেক বেশি সমৃদ্ধ তবে যুগের পরিবর্তনের সঙ্গে এখানেও বিপুলভাবে গাছ কাটা হয়েছে। তাই পরিবেশকে ফিরিয়ে আনতে আমরা মোট ১০ লক্ষ গাছ লাগানোর উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি আগে যেগুলো গাছ লাগানো হয়েছিল সেগুলোকে সংরক্ষণের ব্যবস্থা করা হবে। জেলার বিভিন্ন সামাজিক সংগঠন এবং সমাজ সচেতন জনগণকে এতে যুক্ত হওয়ার আহ্বান জানানো হয়েছে। সবাই আশা করছে অনুষ্ঠানটি অত্যন্ত সমৃদ্ধ এবং সুন্দর হবে। এর মাধ্যমে সাধারণ জনগণের মধ্যে পরিবেশ সচেতনতা বিষয়ে অনেক বেশি তথ্য তুলে ধরা যাবে।

Comments are closed.