Also read in

স্টেট ব্যাঙ্কের সাথে সম্পর্ক ছেদ করল হাইলাকান্দি জেলা প্রশাসন

খামখেয়ালী মনোভাব এবং অনুন্নত সেবা প্রদানের অভিযোগে হাইলাকান্দি স্টেট ব্যাঙ্কের সাথে সব ধরনের লেনদেন বন্ধ করে দিল হাইলাকান্দি জেলা প্রশাসন। জেলা উপায়ুক্ত আদিল খান গতকাল এক আদেশে জানিয়েছেন যে,জেলা প্রশাসন স্টেট ব্যাঙ্ক থেকে সমস্ত অ্যাকাউন্ট তুলে নেবার সিদ্ধান্ত নিয়েছে।

ডিস্ট্রিক্ট লেভেল ব্যাঙ্কার্স কমিটির চেয়ারম্যান হিসেবে আদিল খান জেলার অন্যান্য সরকারী বিভাগীয় প্রধানদের তাদের দপ্তরের একাউন্ট স্টেট ব্যাংক থেকে তুলে নেওয়ার পরামর্শ দিয়েছেন। যেসব ব্যাংকের সরকারি কল্যাণ মূলক প্রকল্প রূপায়নে সহযোগিতার মনোভাব রয়েছে, সেইসব ব্যাঙ্কে একাউন্ট স্থানান্তর করার পরামর্শ দিয়েছেন জেলাশাসক।

জেলাশাসক দুঃখ প্রকাশ করে বলেন যে, স্টেট ব্যাঙ্কের ব্রাঞ্চ ম্যানেজার শুধু গ্রাহকদের সঙ্গে দুর্ব্যবহার নয়, প্রশাসনের গুরুত্বপূর্ণ মিটিংয়েও উপস্থিত হবার প্রয়োজনীয়তা বোধ করেন না। অর্থমন্ত্রকের অতিরিক্ত সচিব সমীর কুমার খারের উপস্থিতিতে অর্থসংক্রান্ত প্রকল্পগুলি নিয়ে আলোচনা হয়, সেখানে ব্যাঙ্ক প্রধান অনুপস্থিত ছিলেন। ডিস্ট্রিক্ট ডেভেলপমেন্ট কমিটির মিটিংয়ে ও ব্যাঙ্ক কর্তৃপক্ষ কোন প্রতিনিধি পাঠানোর প্রয়োজনীয়তা অনুভব করেননি।

জেলাশাসক ক্ষোভের সঙ্গে জানান, এসবিআই হাইলাকান্দি শাখা জেলার সবচেয়ে বড় শাখা হওয়া সত্ত্বেও সরকারি সাহায্যপ্রাপ্ত প্রকল্পগুলি রূপায়নে মারাত্মক ভাবে ব্যর্থ হয়েছে। শুধু তাই নয় সিএমএসজিওয়াই প্রকল্পে হিতাধীকারীদের ঋণের অর্থ ট্রান্সফার করতে ও গড়িমসি করা হয়। সব মিলিয়ে এই ব্যাঙ্কের পরিষেবা মোটেই সন্তোষজনক নয় । স্টেট ব্যাংকের হাইলাকান্দি শাখা সামাজিক ক্ষেত্র এবং অগ্রাধিকার ভিত্তিক প্রকল্পে সিভি রেশিও মেইনটেইন করতে পারছে না। জেলাশাসক রাজ্যের মুখ্যসচিব, অর্থ বিভাগ সহ এসবিআই’য়ের চীফ জেনারেল ম্যানেজারকেও এই আদেশের ব্যাপারে অবহিত করেছেন।

এখানে উল্লেখ্য যে, স্টেট ব্যাঙ্কের হাইলাকান্দি শাখার সাধারণ গ্রাহকরাও এই শাখার পরিষেবা নিয়ে অনেকদিন ধরে ক্ষোভ প্রকাশ করে আসছেন।

Comments are closed.

error: Content is protected !!