জিপি সভাপতির স্বামীর হাতে ডাক্তার নিগৃহীত, অবশেষে গ্রেফতার করল পুলিশ
জালালপুরে জিপি সভাপতির স্বামী রুনু নাথের হাতে নির্মমভাবে নিগৃহীত হলেন কর্তব্যরত চিকিৎসক। প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র থেকে ডাক্তারকে টেনেহিঁচড়ে বের করে আনা হয় এবং তারপর ঘুষি, লাথি মারে জিপি সভাপতির স্বামী ও তার সঙ্গীরা। ঘটনাটি ঘটেছে জালালপুর ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে। পরে চিকিৎসকের অভিযোগের ভিত্তিতে কুশিয়ারকুল জিপির সভাপতির স্বামীকে গ্রেফতার করে পুলিশ। বাকি আসামিরা পলাতক রয়েছে বলে জানা গেছে। প্রত্যক্ষদর্শীদের অনেকেই তাদের মোবাইল ফোনে মারামারির দৃশ্য ধরে রাখে ।
প্রাপ্ত তথ্য অনুযায়ী, রাতে প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে ডিউটিতে ছিলেন ডাঃ রোহিত দাগা। স্থানীয় কংগ্রেস নেতা এবং কুশিয়ারকুল জিপির সভাপতির স্বামী রুনু নাথ তার সঙ্গীদের নিয়ে হঠাৎ হাসপাতালে আসেন। রুনু ও তার সঙ্গীদের সঙ্গে স্বাস্থ্যকেন্দ্রের ভেতরে কোনো বিষয় নিয়ে চিকিৎসকের সঙ্গে কথা কাটাকাটি হয়। পরিস্থিতি এতটাই ভয়াবহ হয়ে ওঠে যে রুনু ডাক্তারকে টেনে হিঁচড়ে স্বাস্থ্যকেন্দ্র থেকে বের করে এবং অন্যদের সামনে তাকে মারধর করে। ঘটনাস্থলে উপস্থিত লোকজন তাদের মোবাইল ফোনে ঘটনাটি রেকর্ড করে। পরে স্থানীয়দের হস্তক্ষেপে রুনুর কবল থেকে উদ্ধার করা হয় চিকিৎসককে।
পরে গুমরা থানায় অভিযোগ দায়ের করেন ঐ চিকিৎসক। ঘটনার তদন্ত শুরু করে রুনুকে আটক করেছে পুলিশ। বাকি আসামিরা এখনও পলাতক। এ ঘটনায় চিকিৎসক মহলে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।
Comments are closed.