Also read in

গলায় আটকে গেল জ্যান্ত কই মাছ, বারইগ্রামের আলী হোসেনকে বাঁচালেন ডাঃ রোহণ বিশ্বাস

আজ সকালে এক অদ্ভুত ঘটনা ঘটেছে করিমগঞ্জের পাথারকান্দি এলাকার বারইগ্রামে। সাতসকালে আতঙ্কগ্রস্ত হয়ে কয়েকজন বারইগ্রামের মডেল হাসপাতালে ছুটে আসেন। তাদেরই একজন ডাক্তার রোহন বিশ্বাসকে বলেন, ” ডাক্তার বাবু আমার চাচার গলাত জিতা মাছ আটকি গেছে।”

চিকিৎসক বিশ্বাস জানান, ” সময় তখন সকাল সাড়ে সাতটা হবে। যখন আমাকে ব্যাপারটা জানানো হলো আমি প্রথমে ভেবেছি এটি একটি মাছের কাটা হবে এবং রোগীকে পরীক্ষা করতে শুরু করেছি। এরপর আমি বিস্ময়ের সঙ্গে গলার ভেতরে আস্ত একটা জ্যান্ত মাছ দেখতে পেলাম এবং তার মুখ থেকে তখন রক্ত ঝরছিল।” ডাক্তার আবারও বললেন, বিশ্বাস করা কঠিন ছিল, তবে ঘটনাটা সত্যি। বারইগ্রাম এলাকার বাসিন্দা ৫০ বছর বয়সী আলি হুসেনের গলায় একটি জীবন্ত কই মাছ আটকে গিয়েছিল।

চিকিৎসক বিশ্বাস প্রথমে রোগীকে শিলচর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করতে ১০৮ জরুরি অ্যাম্বুলেন্স পরিষেবা ডাকতে বলেছিলেন। জীবন্ত কই মাছ তার নিজের জীবন বাঁচাতে যথাসাধ্য চেষ্টা করছিল, ফলে তার ধারালো পাখনায় হুসেনের গলার ভেতর কেটে যাচ্ছিল এবং স্বাভাবিক ভাবেই রক্তক্ষরণ হচ্ছিল। এন্ডোস্কোপি প্রক্রিয়ার মাধ্যমে মাছটাকে বের করে আনা খুবই জরুরি, আর যার জন্য পর্যাপ্ত পরিকাঠামো সহ একটি সঠিক অপারেশন থিয়েটার প্রয়োজন।

“রোগীর ব্যথা অনুভব করে এবং যখন তিনি আমাকে সহযোগিতা করার ইচ্ছা প্রকাশ করেন, তখন মাছটাকে একবার বের করে আনার চেষ্টা করতে রাজি হয়েছিলাম। কিন্তু যতবারই আমি মাছটাকে ধরার চেষ্টা করেছি, ততবারই রোগী ঢোক গিলছিল এবং সঙ্গে সঙ্গে মাছটা আরও ভেতরের দিকে চলে যাচ্ছিল, জানালেন ডাঃ বিশ্বাস। তিনি আরো বলেন, ভাগ্যক্রমে মাছের আকারটি বড় হওয়ায় আমি কিছুটা সময় পাই এবং শেষ পর্যন্ত মাছটিকে তার গলা থেকে টেনে বের করতে সমর্থ হই। তবে এক্ষেত্রে রোগীরও কৃতিত্ব রয়েছে, তিনি আমাকে সম্পূর্ণ সহযোগিতা করেছেন।”

হুসেন যদি জীবন্ত কৈ মাছকে গিলে ফেলতেন তাহলে একমাত্র অস্ত্রোপচারের মাধ্যমেই তাকে বাঁচানো যেত। একই সঙ্গে তার দম বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কাও পুরোদমে ছিল। এখন যদিও এটি একটি মজার গল্পের মত মনে হচ্ছে, তবে হুসেনের জন্য বিপদটা কিন্তু কম ছিল না।

উল্লেখ্য, তিনি পেশায় একজন মৎস্যজীবী এবং আজ ভোর সাড়ে ছটায় তিনি মাছ ধরার জন্য বিলে গিয়েছিলেন। তিনি একটি কই মাছ ধরে ছিলেন, যা পালানোর জন্য যথাসাধ্য চেষ্টা করছিল। হুসেন ভেবেছিলেন, নিজের দাঁতের মধ্যে তিনি মাছটিকে আটকে ফেলতে পারবেন এবং আরও মাছ ধরবেন। কিন্তু কৈ মাছটি পিছলে যায় এবং বিপজ্জনকভাবে হুসেনের গলার ভেতরে আটকে যায়।

Comments are closed.

error: Content is protected !!