শিলচর মেডিক্যাল কলেজ হাসপাতালেও ধর্মঘট হচ্ছে আগামীকাল, বিঘ্নিত হবে পরিষেবা
কলকাতার নীলরতন সরকার হাসপাতালের ডাক্তার নিগ্রহের প্রতিবাদ কর্মসূচির অংশ হিসেবে দেশব্যাপী ২৪ ঘন্টা মেডিক্যাল ধর্মঘটের সঙ্গে সঙ্গতি রেখে ধর্মঘট পালিত হচ্ছে শিলচর মেডিক্যাল কলেজ হাসপাতালেও।
পোস্ট গ্রেজুয়েট ট্রেইনি অ্যাসোসিয়েশন শিলচর মেডিক্যাল কলেজ হাসপাতালের অধ্যক্ষের উদ্দেশ্যে এক পত্র মারফত জানিয়ে দেয় এই ধর্মঘটের কথা। ধর্মঘট শুরু হবে আগামী কাল সকাল ৬টা থেকে, চলবে ২৪ঘন্টা ব্যাপী। পোস্ট গ্রেজুয়েট ট্রেনি অ্যাসোসিয়েশন, জুনিয়র ডক্টরস অ্যাসোসিয়েশন এবং স্টুডেন্ট ইউনিয়ন এই ধর্মঘটে সামিল হচ্ছে। আউটপেশেন্ট ডিপার্টমেন্ট (ও পি ডি) এবং অপারেশন থিয়েটার (ওটি)ও বন্ধ থাকবে বলে ওই পত্র মারফত জানানো হয়েছে। সাথে থাকছে শান্তিপূর্ণভাবে প্রতিবাদ কর্মসূচি।
এই ধর্মঘটের ফলে জরুরি পরিষেবা (ইমার্জেন্সি) ছাড়া বাকি সব কিছুই স্তব্ধ হবে, এমনটা আশঙ্কা করা হচ্ছে। প্রাপ্ত তথ্য অনুযায়ী,ডাক্তাররা ব্যক্তিগত পর্যায়েও অনেকে ঐদিন মেডিক্যাল পরিষেবা প্রদান থেকে বিরত থাকছেন। তাই মেডিক্যাল পরিষেবা প্রায় সম্পূর্ণভাবে বিঘ্ন ঘটার আশঙ্কা করা হচ্ছে।
উল্লেখ্য,সোমবার রাতে কলকাতার নীলরতন সরকার মেডিক্যাল কলেজ হাসপাতালে এক রোগীর মৃত্যু এবং চিকিৎসায় গাফিলতির অভিযোগ তুলে দুই জুনিয়র ডাক্তারকে মারধর করা হয়।
দুটি ছোট ট্রাকে করে মৃত রোগীর পাড়া-প্রতিবেশিরা লাঠি, ইট নিয়ে হাসপাতালে এসে তাণ্ডব চালায় বলে অভিযোগ। তাদের ছোঁড়া ইঁটের ঘায়ে পরিবহ মুখার্জি নামের একজন ডাক্তারের মাথায় চোট লাগে। সেদিন রাত থেকেই ওই হাসপাতালে টানা কর্মবিরতি চলছে। এর পরিপ্রেক্ষিতে চিকিৎসকদের বিক্ষোভ খুব দ্রুত ছড়িয়ে পড়ে রাজ্যের অন্য সব সরকারি হাসপাতালে।
কয়েকদিন শুধু পশ্চিমবঙ্গে ধর্মঘট চলার পরে শুক্রবার থেকে প্রতিবাদ শুরু হয়েছে গোটা দেশেই। প্রথমদিন ভারতের প্রায় সব রাজ্যেই চিকিৎসকরা নানা পন্থায় বিক্ষোভ, প্রতিবাদ দেখিয়েছেন। আর দুদিনের মধ্যে পশ্চিমবঙ্গের ধর্মঘট না মিটলে সোমবার সারা দেশে চিকিৎসক ধর্মঘট ডেকে রেখেছে ভারতের ডাক্তারদের সবথেকে বড় সংগঠন ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশন। এর ফলশ্রুতিতেই শিলচর মেডিক্যাল কলেজে আগামীকালের এই ধর্মঘট।
Comments are closed.