Also read in

নামটা মিষ্টি হলেও তিতলি একটি ভয়ঙ্কর ঝড়ের নাম

ঝড় বৃষ্টি সহযোগে আসছে তিতলি, আজ অন্ধ্র এবং উড়িষ্যার উপকূলে আছড়ে পড়েছে, ঢুকে পড়েছে পশ্চিমবঙ্গে। দুর্বল হচ্ছে, গতিবেগ কমছে কিন্তু এগোচ্ছে এবার উত্তর-পূর্বের দিকে। বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় উঠবে, আর বরাক উপত্যকা প্রভাবিত হবে না, এটা হতেই পারে না। তাই ইলশে গুড়ি বৃষ্টি শুরু হয়েছে আজ বিকেল থেকে। পুজোর প্রাকমুহুর্তে তাই সবাই শঙ্কিত। আবহাওয়ার পূর্বাভাসে জানা গেছে, এই ইলশে গুড়ি বৃষ্টি আরো জোরদার হতে পারে। উত্তর-পূর্বের সবগুলো রাজ্যেই মেঘলা আকাশ থাকবে আগামী কয়েকদিন। আগামী ১৩ অক্টোবর ভারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে পুজোর আগেই মেঘ কেটে যাবে, রৌদ্রকরোজ্জ্বল দিনের দেখা মিলবে; পুজোয় বৃষ্টিপাতের আশঙ্কা অমূলক।

বেশ তর্জন-গর্জন করে বঙ্গোপসাগর থেকে উপকূলের দিকে ধেয়ে আসছিল এই ‘তিতলি’। বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় প্রায় ১৫০ কিলোমিটার। এটি বিস্তৃত ছিল ভারতের ওড়িশা, অন্ধ্রপ্রদেশ, পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশে। বার্তা সংস্থার খবরে বলা হয়েছে, ঘণ্টায় ১৪০ থেকে ১৫০ কিলোমিটার বেগে তিতলি বয়ে চলেছিল। যার ফলে ওড়িশার বিভিন্ন এলাকায় গাছ এবং বৈদ্যুতিক খুঁটি উপড়ে গেছে। বিভিন্ন অঞ্চল বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়েছে। দক্ষিণ-পশ্চিমাঞ্চলে রেল চলাচলেও বিঘ্ন ঘটছে। অতিবৃষ্টিতে বিভিন্ন এলাকার রাস্তায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ভূমিধস্ হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। রাজ্যের মুখ্যমন্ত্রী ঘূর্ণিঝড়কবলিত এলাকায় উদ্ধার তৎপরতা শুরুর নির্দেশ দিয়েছেন।

আবহাওয়াবিদের ধারণা ছিল, তিতলি ভারতের তিনটি রাজ্যে আঘাত হেনে ছোবল মারবে বাংলাদেশে এবং ভারতবর্ষের উত্তর পূর্বে। তবে আজ ভোরবেলা ওড়িশা ও অন্ধ্রপ্রদেশে তীব্র বেগে আঘাত হানার পর দুর্বল হতে থাকে তিতলি, অগ্রসর হতে হতে আরও দুর্বল হয়ে যাবে। তাই উত্তর পূর্বে আমরা স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারি।

ঝড়ের নামকরণের ব্যাপারটা এবার একটু জেনে নেওয়া যাক। এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের আট দেশ বাংলাদেশ, ভারত, মালদ্বীপ, মায়ানমার, ওমান, পাকিস্তান, শ্রীলঙ্কা এবং থাইল্যান্ড থেকে আরব সাগর এবং বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড়ের নাম প্রস্তাব করা হয়। প্রতিটি দেশের আটটি করে প্রস্তাবিত নাম নিয়ে ভারতের আবহাওয়া দফতরে বৈঠকের মাধ্যমে মোট ৬৪টি নামের তালিকা তৈরি হয়। আর সে তালিকা অনুযায়ীই পর্যায়ক্রমে ঝড়ের নামকরণ হয়।

বিশ্ব আবহাওয়া সংস্থার দায়িত্বপ্রাপ্ত প্যানেলের সেই তালিকা অনুযায়ীই এবারের ঘূর্ণিঝড়ের নাম দেওয়া হয়েছে ‘তিতলি’। এই ‘তিতলি’ নামটির প্রস্তাব এসেছে পাকিস্তানের কাছ থেকে। হিন্দি ভাষার শব্দ ‘তিতলি’র অর্থ ‘প্রজাপতি’। তবে অনেক সুন্দর সুন্দর এবং মজার মজার নাম ধারণ করে আসা ঝড়কে বাস্তবে ভয়ংকর রূপ নিতে আমরা দেখেছি।

Comments are closed.