Also read in

চলে গেলেন বিশিষ্ট চিকিৎসক ডাঃ অরূপ কুমার ভট্টাচার্য্য

চলে গেলেন বিশিষ্ট চিকিৎসক ডঃ অরুপ কুমার ভট্টাচার্য্য। শনিবার সকাল পৌনে নটায় ৮০ বছর বয়সে বার্ধক্যজনিত রোগে তিনি মারা যান। মারা যাওয়ার সময় তিনি তার স্ত্রী, এক ছেলে ও দুই মেয়েকে রেখে গেছেন। শিলচর তথা বরাক উপত্যকার বিশিষ্ট চিকিৎসক অরূপ ভট্টাচার্য তার অম্বিকাপট্টির বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বলে জানা যায়। ডাক্তার ভট্টাচার্যের মৃত্যুতে শিলচর শহরে শোকের ছায়া নেমে এসেছে।

তিনি শিলং এ জন্ম গ্রহণ করেন এবং এম বি বি এস ও এম ডি ডিগ্রী লাভ করেন আসাম মেডিক্যাল কলেজ, ডিব্রুগড় থেকে। তার কর্মজীবনের শুরুও আসাম মেডিক্যাল কলেজে সহকারী অধ্যাপক হিসেবে। পরে তিনি শিলচর মেডিক্যাল কলেজে যোগ দেন। প্রথমে মেডিক্যাল কলেজের মেডিসিন বিভাগের প্রধান হিসেবে এবং পরে কলেজের অধ্যক্ষ হিসেবে সুষ্ঠুভাবে দায়িত্ব পালন করেন। তিনি মেডিক্যাল কলেজের অধ্যক্ষের দায়িত্ব পালন করার সময় অবসর গ্রহণ করেন।

ডাক্তার অরূপ ভট্টাচার্য শিলচর তথা বরাক উপত্যকায় চিকিৎসক হিসেবে স্বনামধন্য এবং জনপ্রিয় ছিলেন। তার সন্তানরাও তার পথ অনুসরণ করে একই পেশায় প্রতিষ্ঠিত হয়েছেন। চর্মরোগ বিশেষজ্ঞ হিসেবে শিলচরে প্রতিষ্ঠিত তার ছেলে অনুপ কুমার ভট্টাচার্য এবং তার দুই মেয়ে চিকিৎসক হিসেবে কলকাতায় কাজ করছেন।

Comments are closed.