দিল্লিতে করোনায় আক্রান্ত হয়ে মারা গেলেন সমাজসেবী জয়িতা ভট্টাচার্য
করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেলেন বিশিষ্ট সমাজসেবী জয়িতা ভট্টাচার্য। তিনি সাইবার বিশেষজ্ঞ তথা সমাজসেবী সুবিমল ভট্টাচার্যের স্ত্রী এবং করিমগঞ্জের প্রাক্তন রাজ্যসভা সাংসদ নৃপতি রঞ্জন চৌধুরীর কন্যা। ১১ এপ্রিল দিল্লিতে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছিলেন এবং সেখানেই এক বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। মঙ্গলবার সকাল সাড়ে দশটায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি। চিকিৎসকদের কথা অনুযায়ী, তার ফুসফুসে সংক্রমণ দেখা দিয়েছিল এতেই স্বাস্থ্যের অবনতি ঘটে এবং তার মৃত্যু হয়।
রাজ্যসভার প্রাক্তন সাংসদ নৃপতি রঞ্জন চৌধুরী এবং অধ্যাপিকা লোপামুদ্রা চৌধুরীর কন্যা জয়িতা একজন কৃতি ছাত্র হিসেবেও পরিচিত ছিলেন। তার স্বামী সুবিমল ভট্টাচার্য এখনও করোনা পজিটিভ এবং দিল্লিতে গঙ্গারাম হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন, তবে তার স্বাস্থ্যের উন্নতি হয়েছে। তিনি এখন আইসিইউ থেকে জেনারেল ওয়ার্ডে স্থানান্তরিত হয়েছেন।
জয়িতা ভট্টাচার্য তার স্বামীর সঙ্গে দীর্ঘদিন দিল্লিতে বসবাস করলেও বরাক উপত্যকার সঙ্গে তিনি ওতপ্রোতভাবে জড়িয়ে ছিলেন। উপত্যকায় বিভিন্ন সামাজিক এবং সাংস্কৃতিক কার্যকলাপের সঙ্গে তার সম্পর্ক ছিল। তার মৃত্যুতে অনেকেই শোক ব্যক্ত করেছেন। শিলচরের প্রাক্তন সাংসদ সুস্মিতা দেব জয়িতা ভট্টাচার্যের মৃত্যুর খবর পেয়ে বলেন, “বহুদিন ধরে তার সঙ্গে আমার পরিচয়। অত্যন্ত ভালো এবং সমাজ সচেতন ব্যক্তি হিসেবে আমার পছন্দের তালিকায় ছিলেন তিনি। অনেক বিষয়ে আমরা আলোচনা করেছি। এভাবে হঠাৎ করে তার চলে যাওয়া মেনে নিতে পারছিনা। পরিবারের প্রতি আমার সমবেদনা রয়েছে এবং তার বিদেহি আত্মার শান্তি কামনা করছি।”
Comments are closed.