Also read in

পিপিই কিট পরে ডঃ জুরি শর্মারা শিলচর সিভিল হাসপাতালের কোভিড ওয়ার্ডে রোগীদের জন্য ধামাইল নাচলেন; বললেন, 'মানসিক স্বাস্থ্যই মূল চাবিকাঠি'

 

আইসোলেশন ওয়ার্ডে রোগীদের জীবন যে কতটা বিরক্তিকর এবং হতাশাজনক তা বলার অপেক্ষা রাখে না। রোগের লক্ষণ ততটা না হলেও ওয়ার্ডের মধ্যেই থাকতে হচ্ছে তাদের বাধ্যতা বশত এবং মাঝেমধ্যে কয়েকটা ট্যাবলেট নিতে হচ্ছে। এই রোগীরা অন্য কারো কাছে যেতে পারছেন না, কারণ তাদের থেকে অন্যদেরও সংক্রমিত হওয়ার সম্ভাবনা প্রচন্ড। অনেক কথা বলার ইচ্ছে থাকলেও শোনার লোকের অভাব। সময় অঢেল, অথচ করার বিশেষ কিছুই নেই। আইসোলেশন ওয়ার্ডে থাকা বিশ্বজুড়ে সব রোগীদের প্রায় একই অবস্থা।

করোনা ভাইরাস সংক্রমণের সেকেন্ড ওয়েবে মৃত্যুর সংখ্যা বহু গুণ বেড়েছে। ১৫০ জনেরও বেশি রোগী করোনা ভাইরাসে সংক্রমিত হয়ে মৃত্যুবরণ করেছেন। বেশিরভাগ লোক নিজের পরিচিত কাউকে হারিয়েছেন এবং অনেকে অসুস্থ অবস্থায় হাসপাতালে রয়েছেন। এই পরিস্থিতিতে তাদের মানসিক অবস্থা খুবই করুণ।

এই অবস্থায় রোগীদের ভালো রাখার একটা অনবদ্য প্রচেষ্টা করলেন ডক্টর জুরি শর্মা ও তার সাথীরা। রোগীদের মানসিকভাবে ভালো রাখতে ডক্টর শর্মা ও তার সাথীদের শিলচর সিভিল হাসপাতালে পিপিই কিট পরে ধামাইল নাচতে দেখা গেল। অনেক রোগী তাদের সঙ্গে যোগ দিয়েছিলেন এবং সাময়িকভাবে হলেও তারা একটা ভালো সময় কাটিয়েছেন।

“সিস্টার এবং সাফাই কর্মীরা তাদের সাতদিনের একটা ব্যাচের সব শেষ দিনে আমার কাছে এসে বলেছিলেন যে তাদের শিফট্ শেষ হওয়ার আগে তারা রোগীদের জন্য কিছু করতে চান। সুতরাং আমরা মহিলা ওয়ার্ডে যাই রোগীদের জন্য কিছু করার ইচ্ছে নিয়ে এবং সেখানে প্রিয়া নামের একজন রোগী রয়েছেন যিনি আমাদের সঙ্গে গান গেয়েছেন। আমাদের সিস্টার শক্তিও একজন ভালো গায়িকা” বরাক বুলেটিনের সঙ্গে কথা বলার সময় ডাক্তার জুরি শর্মা জানান।

 

তারপর তারা অন্য একটা ওয়ার্ডে যান এবং যেখানে কয়েকজন বয়স্ক রোগী চিকিৎসাধীন রয়েছেন। “আমরা সেখানে যাই এবং আমাদের স্টাফের অনুরোধে আমরা আবার রোগীদের জন্য পারফর্ম করি এবং তারাও এতে যোগ দেন” ডক্টর শর্মা যোগ করেন।

“চলো, চলো ওগো সখি আনন্দ উল্লাসে…..মিথিলা তে সীতাদেবীর গন্ধ অধিবাসে…., এই গানের সঙ্গে এটি একটি পুরো ধামাইল নৃত্য ছিল। এই অঞ্চলের লোকেরা বিবাহ এবং এ জাতীয় অনুষ্ঠানের সময় এই থামাইল নৃত্য দেখতে অভ্যস্ত। ধামাইল সিলেটি মানুষের কাছে খুবই একটি জনপ্রিয় লোকনৃত্য এবং রোগীদেরও এই ধামাইলের গানের সুরে তাল মিলিয়ে নাচতে দেখা গেছে। ডঃ জুরি শর্মার সঙ্গে ছিলেন ডক্টর রজত দেব, সিস্টার শক্তি এবং সাফাই কর্মী অমিত ছেত্রী। তাদের পারফরমেন্সের একটি ভিডিও কাছাড় জেলা প্রশাসন শেয়ার করেছে।

ডক্টর জুরি শর্মা নিজেও কোভিড থেকে ভালো হয়ে উঠেছেন এবং তিনি শিলচরের প্রথম ডাক্তার ছিলেন যিনি গতবছর করোনা ভাইরাস সংক্রমণের ফাস্ট ওয়েভে সংক্রমিত হয়েছিলেন। এই বছরের শুরুর দিকে ভারতে যখন টিকাদান অভিযান শুরু হয়েছিল তখন এক্ষেত্রেও তিনি বরাক উপত্যকার প্রথম ব্যক্তি ছিলেন। “এগুলো নিছকই কাকতালীয় ঘটনা”, বললেন তিনি। তবে তিনি সেই সঙ্গে এও যোগ করেন, “আমি বিশ্বাস করি জীবনের প্রতিটি মুহূর্ত উপভোগ করা খুব গুরুত্বপূর্ণ এবং তাই পিপিই কিট পরা অবস্থায় আমি কোভিড ওয়ার্ডে এটা করার চেষ্টা করি।”

ডক্টর শর্মা গুয়াহাটির বাসিন্দা হলেও তিনি গত বিশ বছর ধরে শিলচরে বসবাস করছেন। তার স্বামী শিলচর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের রেডিওলজি’র হেড অফ দ্যা ডিপার্টমেন্ট। 

Comments are closed.