Also read in

বিশিষ্ট চিকিৎসক ডঃ লক্ষণ দাস কোভিড পজিটিভ, ভর্তি হলেন বেসরকারি হাসপাতালে

দক্ষিণ আসামের বিশিষ্ট চিকিৎসক কুমার কান্তি দাস ওরফে লক্ষণ দাস করোনা সংক্রমণে আক্রান্ত হলেন। তাকে শিলচর শহরের উপকণ্ঠস্থিত মেহেরপুরের গ্রীন হিলস হাসপাতালে ভর্তি করা হয়েছে।

৪ সেপ্টেম্বর, শনিবার উনার আরটিপিসিআর রিপোর্ট পজিটিভ আসে এবং তার পর তিনি নিজেই সিদ্ধান্ত নেন হাসপাতলে ভর্তি হওয়ার। “উচ্চ রক্তচাপ ছড়া উনার কোন ধরনের স্থায়ী উপসর্গ নেই । ডাক্তাররা এটাকে কোভিডের মৃদু সংক্রমণ বলছেন, তাই কোভিদ ওয়ার্ডে ভর্তি করে তাকে সাধারণ চিকিৎসা প্রদান করা হবে,” জানালেন গ্রীন হিলস হাসপাতালের সঞ্চালক রুদ্র নারায়ণ গুপ্ত।

বয়স জনিত কারণে ডক্টর দাস কোন ধরনের ঝুঁকি না নিয়ে নিজেই হাসপাতালে ভর্তি হওয়ার কথা বলেন, জানালেন তার তত্ত্বাবধানকারী। ‘ উনার কোন ধরনের অসুবিধা হচ্ছে না এবং অক্সিজেন সেচুরেশন লেভেল ও স্বাভাবিক রয়েছে।’

ডাক্তার লক্ষণ দাস শিলচরের সন্নিকটে অবস্থিত কল্যাণী হাসপাতালে চিকিৎসা পরিষেবা দিয়ে থাকেন। তিনি কলকাতা ন্যাশনাল মেডিকেল কলেজ থেকে এমবিবিএস করেছিলেন এবং দিল্লিতে সফদরজং হাসপাতালে কয়েক বৎসর চিকিৎসা করেছিলেন। সেখান থেকে তিনি আমেরিকা চলে যান এবং এফআরসিএস, এফসিএস লাভ করেন। আমেরিকায় উনি প্রায় দশ বৎসর চিকিৎসা সেবা প্রদান করেছিলেন। ১৯৮৭ সালে তিনি ভারতে ফিরে আসেন এবং রেডক্রস হাসপাতালে যোগদান করেন। অকৃতদার এই ডাক্তারের চিকিৎসায় বরাক উপত্যকা এমনকি প্রতিবেশী দেশের সাধারন জনগন খুবই উপকৃত হয়ে থাকেন।

লক্ষণ দাস সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন . Click here to know how he became a household name in Barak Valley.

Lakhan Das during one of his rock-climbing moments

Comments are closed.