Also read in

ডঃ ওরিনা রাহা এখন কোভিড নেগেটিভ, ৯ জুলাই হাসপাতাল থেকে ছাড়া হতে পারে

শিলচর মেডিক্যাল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগের জিডিএমও এবং ইএনটি স্পেশালিস্ট ডক্টর ওরিনা রাহা কোভিড পজিটিভ হয়েছিলেন বিগত পয়লা জুলাই। তারপর তার গাড়ির চালক এবং পরিবারের কয়েকজন সদস্যও সংক্রমিত হয়েছিলেন। ডাক্তার রাহার সাথে যোগসূত্র থাকায় গ্রিনহিল হসপিটাল, নাইটেঙ্গেল হসপিটাল এবং আরও কয়েকটি স্বাস্থ্য প্রতিষ্ঠান ৭২ ঘণ্টা বন্ধ রাখার নির্দেশ দিয়েছিল জেলা প্রশাসন।

শিলচর মেডিক্যাল কলেজ হাসপাতালের অধ্যক্ষ তথা সুপারিনটেনডেন্ট বাবুল বেজবরুয়া জানিয়েছেন যে, কোভিড পজিটিভ হওয়ার পর প্রথম যে সোয়াব টেস্ট করা হয়েছে, আজ তার ফলাফল নেগেটিভ এসেছে। তবে, তাকে এই মুহূর্তে হাসপাতাল থেকে ডিসচার্জ করা হবে না।

“তাকে শিলচর মেডিক্যাল কলেজ হাসপাতালে কোভিড ব্লকে সংক্রমণ বিহীন রোগীদের স্থানে স্থানান্তরিত করা হয়েছে এবং আগামী ৯ জুলাই পর্যন্ত সেখানে রাখা হবে; তারপর তাকে ডিসচার্জ দেওয়া হবে,”জানালেন অধ্যক্ষ বেজবরুয়া।

অধ্যক্ষ জানান, সুস্থ হয়ে ওঠার পর আজ শিলচর মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে ছয় জনকে ছেড়ে দেওয়া হয়েছে।

অধ্যক্ষ রোগীদেরকে একটু ধৈর্য ধারণ করতে আবেদন রাখেন, ” একজন কোভিড রোগীকে সব ধরনের নিয়ম কানুন মেনে বিছানা দিতে কুড়ি মিনিটের মত সময় লেগে যায়। স্বাভাবিকভাবেই রোগীদের ধৈর্য চ্যুতি ঘটে, বিশেষত যেদিন অনেক রোগী ভর্তি করাতে হয়। তবুও আমি আবেদন রাখব, তারা যেন পরিস্থিতি বিবেচনায় একটু ধৈর্য ধরেন।”

যাইহোক, নাইটেঙ্গেল হাসপাতালের যাদেরকে সোয়াব পরীক্ষা করা হয়েছিল, সবার টেস্ট নেগেটিভ এসেছে। উল্লেখ্য, ডঃ রাহা নাইটেঙ্গেলে রোগী দেখার ফলে সেখানকার সব স্টাফদের পরীক্ষা করা হয়েছিল।

Comments are closed.

error: Content is protected !!