ডাঃ পিসি শর্মা কাছাড়ের প্রথম কোভিড পজিটিভ যাকে বাড়িতে থেকে চিকিৎসার অনুমতি দিয়েছে প্রশাসন
১১ জুলাই সরকারের তরফে রাজ্যে করোনা ভাইরাসে আক্রান্তদের চিকিৎসার ক্ষেত্রে নতুন নিয়ম বেঁধে দেওয়া হয়েছিল। যাদের বাড়িতে নিজস্ব গাড়ি রয়েছে, নিজস্ব ডাক্তার রয়েছেন এবং আশেপাশের প্রত্যেকের তরফে নো অবজেকশন রয়েছে, তাদের এই পরিষেবা দেওয়া হয়। কাছাড় জেলায় প্রথম এই পরিষেবাটি দেওয়া হয়েছে চিকিৎসক পিসি শর্মা এবং তার পরিবারকে। ডাঃ শর্মা, তার স্ত্রী এবং তিন সন্তান সম্প্রতি করোনা ভাইরাসে আক্রান্ত হন। তারা সরকারের বেঁধে দেওয়া গাইডলাইন পূরণ করে বাড়িতেই চিকিৎসার অনুমতি পেয়েছেন। এছাড়া নরসিংটোলা এলাকার এক মহিলাকেও বাড়িতে থেকে চিকিৎসার অনুমতি দিয়েছে প্রশাসন।
২২ জুলাই করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছিলেন শিলচর মেডিক্যাল কলেজ হাসপাতালের হৃদরোগ বিভাগের প্রাক্তন প্রধান তথা উত্তর-পূর্বের অন্যতম বিশিষ্ট হৃদরোগ বিশেষজ্ঞ ডাঃ পিসি শর্মা। প্রাথমিকভাবে একটু অসুবিধা হলেও শেষে তাকে বাড়িতে থাকার অনুমতি দেয় প্রশাসন। তিনি জানিয়েছেন, সম্প্রতি তার কোমরে ব্যথা বৃদ্ধি পায়, উপসর্গ হিসেবে খানিকটা জ্বর সর্দি দেখা দেয়। অন্যান্য স্বাস্থ্য পরীক্ষার পাশাপাশি তিনি তার সোয়াব স্যাম্পলও পরীক্ষা করিয়ে নেন। এতেই তার পজিটিভ পাওয়া যায়।
বাড়িতে থেকে চিকিৎসা পরিষেবা পাওয়ার ক্ষেত্রে তিনি বলেন, রেজাল্ট আসার পর প্রথমে স্বাস্থ্য বিভাগের সঙ্গে আলোচনা করেন তিনি। তারা জানান, যেহেতু তিনি একটি ফ্ল্যাটে থাকেন, প্রথমে আবাসনের প্রত্যেক ব্যক্তি এতে রাজি হলে তবেই আগামী সিদ্ধান্ত নেওয়া সম্ভব। যথারীতি তিনি ফ্ল্যাট কমিটির সঙ্গে যোগাযোগ করেন, যেখানে বিভিন্ন চিকিৎসক, শিক্ষক এবং সরকারি কর্মী রয়েছেন। প্রত্যেকেই এককথায় রাজি হন, ফলে বাড়িতে থাকার অনুমতি পেতে অসুবিধা হয়নি।
স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে, চিকিৎসক পিসি শর্মা প্রথম ব্যক্তি যাকে বাড়িতে থেকে চিকিৎসার অনুমতি দেওয়া হয়েছে। বিভাগের আধিকারিক সুমন চৌধুরী এব্যাপারে বলেন, “তিনি একজন চিকিৎসক এবং নিজেই সরকারি নিয়মগুলো মেনে চলার জন্য লিখিতভাবে আশ্বাস দিয়েছেন। এছাড়া তিনি যে অ্যাপার্টমেন্টে থাকেন তারাও তাকে অনুমতি দিয়েছেন। এতে একটি দৃষ্টান্ত স্থাপন হয়েছে। হয়তো আগামীতে আরও অনেকেই এই সুবিধা গ্রহণ করবেন। পরবর্তীতে শিলচর শহরের নরসিংটোলা এলাকার এক মহিলাকে বাড়িতে থেকে চিকিৎসার অনুমতি দেওয়া হয়েছে।”
Comments are closed.