
ডাঃ সুজিত কুমার নন্দী পুরকায়স্থকে বিশেষ সম্মান দিচ্ছে শ্রীমন্ত শংকরদেব ইউনিভার্সিটি অফ হেলথ সাইন্স
শ্রীমন্ত শংকরদেব ইউনিভার্সিটি অফ হেলথ সাইন্স বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠান হচ্ছে আগামীকাল। এই সমাবর্তন অনুষ্ঠানেই শিলচরের বিশিষ্ট অর্থোপেডিক সার্জন তথা শিলচর মেডিক্যাল কলেজের প্রাক্তন অধ্যক্ষ ডাক্তার সুজিত কুমার নন্দী পুরকায়স্থকে সম্মানিত করা হবে। চিকিৎসা ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য তাকে ‘লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড’ দেওয়া হচ্ছে। গৌহাটি মেডিকেল কলেজ হাসপাতালের অডিটোরিয়ামে আয়োজিত হবে শ্রীমন্ত শংকরদেব ইউনিভার্সিটি অফ হেলথ সাইন্সের সমাবর্তন অনুষ্ঠান।
উল্লেখ্য, শিলচর মেডিকেল কলেজ থেকে অবসর গ্রহণের পরও বর্ষীয়ান ডাক্তার এখনও তরুণ চিকিৎসকদের মত তার চিকিৎসা পরিষেবা চালিয়ে যাচ্ছেন। ডাঃ পুরকায়স্থ আসাম বিশ্ববিদ্যালয়ের স্কুল অফ মেডিক্যাল সাইন্সেস-এর ডিন হিসেবেও দীর্ঘদিন দায়িত্ব পালন করেছেন।
ডাঃ নন্দী পুরকায়স্থ তার চিকিৎসা সেবায় অবদানের জন্য এর আগেও অনেক পুরস্কার লাভ করেছেন। ২০১০ সালে তিনি চিকিৎসা পরিষেবার উৎকর্ষ সাধনের জন্য রাজ্য স্তরের সম্মানও পেয়েছিলেন।
Comments are closed.