Also read in

শাসকগোষ্ঠীর খসড়া প্যানেল তৈরি, সচিব বিজেন্দ্রই, সভাপতি পদে সম্ভাবনা বিধায়ক দিপায়নের!

শিলচর জেলা ক্রীড়া সংস্থার সচিব পদে আবারও আসছেন বিজেন্দ্র প্রসাদ সিং। সভাপতি পদে সম্ভাবনা রয়েছে শিলচরের বিধায়ক দিপায়ন চক্রবর্তীর। এক সূত্র মতে জানা গেছে, শাসকগোষ্ঠীর একটা খসড়া প্যানেল তৈরি হয়ে গেছে। সেই প্যানেলের সচিব বিজেন্দ্র। আর সভাপতি পদের সম্ভাবনাময় তালিকায় রয়েছেন বিধায়ক দিপায়ন চক্রবর্তী।
সূত্রমতে জানা গেছে, কয়েক দফা বৈঠকের পর শাসকগোষ্ঠী একটা প্যানেল তৈরি করেছে। তবে সেটা খসড়া প্যানেল। এতে এখনো সিলমোহর পড়েনি। অপেক্ষা করা হচ্ছে পার্টির সিনিয়রদের গ্রীন সিগন্যালের। এছাড়া দু একটি পদ নিয়ে রয়েছে সমস্যা।
শাসকগোষ্ঠীর যাদের গুরুত্বপূর্ণ পদে আনতে চাইছে তাদের মধ্যে দু একজন এখনো মানসিকভাবে প্রস্তুত নন। এই তালিকায় সবার উপরে রয়েছেন সুবিমল ধর। তিনি এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারছেন না। শাসকগোষ্ঠীর খসড়া প্যানেলে সহ-সভাপতি হিসেবে রয়েছেন লক্ষীপুরের বিধায়ক কৌশিক রায় সহ সিদ্ধার্থ শংকর ভট্টাচার্য, অজয় চক্রবর্তী, রতন সিং, নন্দদুলাল রায় এবং মৃদুল মজুমদার। সহ-সচিব হিসেবে রয়েছেন দেবাশীষ সোম (প্রশাসন), চন্দন শর্মা ( মেজর) এবং অরিজিৎ গুপ্ত (আদার্স)। কোষাধ্যক্ষ অনিমেষ সেনগুপ্ত। ক্রিকেট সচিব হিসেবে থাকছেন নিরঞ্জন দাস। তবে ফুটবল বিভাগে আসছেন উত্তম চৌধুরী। তিনি বিকাশ দাসের জায়গা নিচ্ছেন। প্রাথমিকভাবে এই খসড়া তৈরি হয়েছে। সময়ের সঙ্গে এতে রদবদল হবার সম্ভাবনাও রয়েছে। বিশেষ করে সভাপতি পদে। মর্যাদাসম্পন্ন এই পদের জন্য একেবারে ছক কষে এগোতে চাইছেন বিধায়ক দিপায়ন। সভাপতি হিসেবে তার প্রার্থী হওয়া কয়েকটা যদি উপর নির্ভর করছে।
আসলে এই মুহূর্তে শিলচরে বন্যা পদধ্বনি দিচ্ছে। ফলে এমন একটা সংকটের মুহূর্তে শিলচর জেলা ক্রীড়া সংস্থার বিজিএম নিয়ে দোটানায় রয়েছেন বিধায়ক। এজন্যই পূরো বিষয়টাকে ঝুলিয়ে রাখা হচ্ছে। প্রকাশ্যে কিছুই বলা হচ্ছে না। কারণ সংকটের এই মুহূর্তে শিলচর জেলা ক্রীড়া সংস্থার বি জি এম নিয়ে কিছু বললে বিধায়কের রাজনৈতিক ক্যারিয়ারে তার প্রভাব পড়তে পারে। প্রশ্ন উঠতে পারে, সংকটের এই মুহূর্তে বিধায়ক মাঠে ময়দানের রাজনীতি নিয়ে ব্যস্ত। তবে কিছুটা দেরিতে হলেও অবশেষে পুরো বিষয় থেকে পর্দা উঠতে শুরু করেছে। এবারের বিজিএম এর পুরো বিষয়টাই যে রাজনীতির চাদরে মোড়া, সেটাও সময়ের সঙ্গে সাফ হয়ে যাচ্ছে।

Comments are closed.