প্রতি বছরের ন্যায় এবারও শীতকালীন টেবিল টেনিস প্রতিযোগিতার আয়োজন করবে শিলচর ডি ডি এস এ। যার পোশাকি নাম নলীনাক্ষ রায় ও অরুণা রায় স্মৃতি টেবিল টেনিস প্রতিযোগিতা। আজ সংস্থার তুলসীদাস বণিক কনফারেন্স হলে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে এমনটা ঘোষণা করেন ডি এস এ’র শীর্ষ কর্তারা।
সংস্থার সভাপতি বাবুল হোড় জানান, প্রতিবছরই ক্লাব ভিত্তিক শীতকালীন এই প্রতিযোগিতা আয়োজন করে থাকে ডি এস এ। এবারও সংস্থার ইনডোর শাখা এর দায়িত্বে রয়েছে।করোনাকালে সংস্থার অনেক স্পনসরই সরে দাঁড়িয়েছেন। এমন পরিস্থিতিতে এই প্রতিযোগিতা আয়োজনে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন অনিমেষ রায়। তিনি টুর্নামেন্টের স্পনসর হিসেবে এগিয়ে এসেছেন। এ জন্য তাকে ধন্যবাদ জানান সংস্থার সভাপতি।
সচিব বিজেন্দ্র প্রসাদ সিং বলেন, ‘ করোনার জন্য আমাদের অনেক সমস্যার সম্মুখীন হতে হয়েছে। সরে দাঁড়িয়েছিলেন গতবারের স্পনসরও। এ অবস্থায় অনিমেষ বাবু এগিয়ে আসেন। আমরা কোভিড গাইডলাইন মেনেই এই টুর্নামেন্ট আয়োজন করব। এজন্য আমি প্রত্যেক অভিভাবককে অনুরোধ করছি তারা যেন আমাদের সমর্থন করেন।’ সংস্থার ইনডোর সচিব সঞ্জু রায় বলেন, ‘আগামী ২৩ নভেম্বর থেকে শুরু হবে এই প্রতিযোগিতা। এর আসর বসবে সংস্থার ইনডোর হলে। টুর্নামেন্টে অংশ নেওয়ার জন্য ২১ নভেম্বর পর্যন্ত নাম নথিভুক্ত করা যাবে।’
সঞ্জু বাবু জানান, টুর্নামেন্টের জন্য দুজনকে ইনচার্জের দায়িত্বে রাখা হয়েছে। এরা হলেন পার্থপ্রতিম দেব ও প্রবীর দাস। খেলা হবে মোট সাতটি ইভেন্টে। এগুলি হল মিনি ক্যাডেট সিঙ্গেল। এতে ১১ বছর পর্যন্ত ছেলে ও মেয়েরা অংশ নিতে পারবেন।ইভেন্টগুলো হল ,অনূর্ধ্ব ১২ ছেলে ও মেয়েদের সিঙ্গেল, অনূর্ধ্ব ১৫ ছেলে ও মেয়েদের সিঙ্গেল, পুরুষদের সিঙ্গেল, অনূর্ধ্ব ১৮ বয়েজ সিঙ্গেল, অনূর্ধ্ব ২১ বয়েজ সিঙ্গেল এবং পুরুষদের টিম ইভেন্ট। প্রতিটি ইভেন্টে অংশ নেওয়ার জন্য এন্ট্রি ফি দিতে হবে। টুর্ণামেন্টে জয়ীরা পাবেন ট্রফি। থাকবে না কোনো প্রাইজমানি।
সংস্থার কোষাধক্ষ্য অনিমেষ সেনগুপ্ত বলেন, ‘টুর্নামেন্টের বাজেট ধরা হয়েছে ১৫ হাজার টাকা। তবে এর থেকে বেশি খরচ হলে সেটা বহন করবে ডিএস এ।’ টুর্ণামেন্টে অংশ নেওয়ার জন্য জুনিয়র ছেলে ও মেয়েদের বার্থ সার্টিফিকেট সঙ্গে আনতে হবে।
টুর্নামেন্টের স্পনসর অনিমেষ রায় বলেন, ‘আমার মেয়েও ডিএসএস তে খেলাধুলা করে। আমি চাই এখানকার খেলাধুলার আরও উন্নতি হোক। তাই ডিএসএর এই প্রস্তাবে আমি সাড়া দিই।’
করোনা কাল বলে কথা।তাই টুর্নামেন্টের জন্য বেশ কড়া কোভিড গাইডলাইন তৈরি করেছে সংস্থা। সে অনুসারে টুর্নামেন্টে প্রত্যেক খেলোয়াড়,তাদের অভিভাবক, আম্পায়ার, স্কোরার এবং অফিসিয়ালদের থার্মাল স্ক্যানিং বাধ্যতামূলক। সংস্থার পক্ষ থেকে স্যানিটাইজারের ব্যবস্থা থাকলেও প্রত্যেক খেলোয়াড় অফিসিয়ালদের ব্যক্তিগতভাবে স্যানিটাইজার রাখতে হবে। ম্যাচ চলাকালীন খেলোয়াড়রা নিজেদের গিয়ার্স, জলের বোতল অথবা টি-শার্ট অদল বদল করতে পারবেন না। ইনডোর হলে থুতু ফেলতে পারবেন না। সব মিলিয়ে কোভিড গাইডলাইন মেনে টুর্নামেন্ট আয়োজন করতে যাচ্ছে শিলচর ডিএসএ।
Comments are closed.