Also read in

সাময়িক বরখাস্ত করা হল করিমগঞ্জের ডিটিও অপু মজুমদার এবং ইআই আহমদ হুসেন মজুমদারকে

পরিবহনমন্ত্রী চন্দ্রমোহন পাটোয়ারির নির্দেশে করিমগঞ্জের পরিবহন আধিকারিক অপু মজুমদার এবং এনফোর্সমেন্ট ইন্সপেক্টর আহমেদ হুসেন মজুমদারকে সাময়িক ভাবে বরখাস্ত করা হয়েছে।

জেলা প্রশাসন এক সংবাদ বিবৃতি জারি করে একই বিষয়ে অবহিত করেছে। “যানবাহনের ওভারলোডিং চেক করার ক্ষেত্রে নিজেদের কর্তব্য সম্পর্কে অবহেলা করার কারণে তাদের সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে” বলে মিডিয়া বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।

এতে আরো বলা হয়েছে, “পরিবহন মন্ত্রী ওভারলোডিং পরীক্ষার ক্ষেত্রে এবং গতি নিয়ন্ত্রণের ব্যাপারে কঠোর মনোভাব গ্রহণের নির্দেশ দিয়েছেন সব পরিবহন আধিকারিককে। তিনি আরো যোগ করেন, দায়িত্বে অবহেলা কোনোভাবেই সহ্য করা হবে না এবং দোষী সাব্যস্ত করা হলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

পরিবহন বিভাগ হাইলাকান্দির পরিবহন আধিকারিক এস আর মান্নান এবং এনফোর্সমেন্ট ইন্সপেক্টর এস ইউ তাপাদারকে করিমগঞ্জের পরিবহন আধিকারিক এবং এনফোর্সমেন্ট ইন্সপেক্টর হিসেবে দায়িত্ব গ্রহণের নির্দেশ দিয়েছে। পরবর্তী নির্দেশ না পাওয়া পর্যন্ত তারা তাদের নিজস্ব দায়িত্ব পালনের সঙ্গে এই অতিরিক্ত দায়িত্ব পালন করবেন।

পরিবহনমন্ত্রী চন্দ্রমোহন পাটোয়ারী এক টুইটে বলেন, পরিবহন বিভাগ মোটরযানের বিধিনিষেধগুলো কার্যকর করতে এবং ওভারলোডিংয়ের মত বিপদজনক পরিস্থিতির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে প্রতিশ্রুতি বদ্ধ। কর্তব্যে অবহেলা করলে কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।এ জন্যই করিমগঞ্জের পরিবহন আধিকারিক এবং এনফোর্সমেন্ট ইন্সপেক্টরকে কর্তব্যে অবহেলা করার জন্য সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।

Comments are closed.