
দূর্গাপূজা, ২০২০ : মণ্ডপে সর্বোচ্চ ৩০ জন, বিসর্জনে শোভাযাত্রা চলবেনা , নীতি নির্দেশিকা জারি
করোনা আবহে এবার দুর্গাপুজো ঘটা করে করা চলবে না। আসন্ন দুর্গাপূজা নিয়ে গতকাল গাইডলাইন জারি করল আসাম রাজ্য সরকার। মণ্ডপে উদ্যোক্তাদের নিয়ে সর্বোচ্চ ৩০ জন থাকতে পারবে, প্রতিমা বিসর্জনে শোভাযাত্রা করা চলবে না, ভিড় এড়াতে এবং শারীরিক দূরত্ব বজায় রাখতে বিসর্জন চলবে তিন দিন ধরে, রাস্তার পাশে দূর্গা পূজার কোনো মণ্ডপ তৈরি করা যাবে না ইত্যাদি, ইত্যাদি ।
পুজো নিয়ে রাজ্যের মুখ্যসচিব কর্তৃক ১৬ সেপ্টেম্বর,২০২০ ইং জারি করা নির্দেশিকায় বলা হয়েছে,
১) পুজো মণ্ডপে বা আশপাশে কোনো ধরনের মেলা ইত্যাদি করা যাবে না।
২) রাস্তায় বা রাস্তার পাশে কোনো ধরনের অস্থায়ী মণ্ডপ তৈরি করা যাবে না।
৩) একইসময়ে পুজো মণ্ডপের ভেতরে পুরোহিত ও উদ্যোক্তা সহ সর্বোচ্চ ৩০ জন দর্শনার্থী থাকতে পারবেন। তবে সামাজিক দূরত্বের বিষয়টি মাথায় রাখতে হবে।
৪) একইসময়ে পুজো মণ্ডপ প্রাঙ্গণে সর্বোচ্চ কুড়িজন দর্শনার্থী থাকতে পারবেন।
৫) মাস্ক ছাড়া বা হাত না ধুয়ে মণ্ডপের ভেতরে কাউকে প্রবেশ করতে দেবেন না পুজো আয়োজকরা। প্রত্যেক মণ্ডপের প্রবেশ পথে হাত ধোয়া বা স্যানিটাইজ করার ব্যবস্থা করাটা সংশ্লিষ্ট পুজো কমিটির দায়িত্ব।
৬) কোনো অবস্থাতেই কোনো ধরনের বিসর্জন শোভাযাত্রা করা যাবে না। বিসর্জনের প্রক্রিয়ায় সর্বোচ্চ পাঁচজনকে অনুমতি দেওয়া হবে।
৭) মণ্ডপে যাওয়া সব দর্শনার্থীকে থার্মাল স্ক্রিনিং-এর ব্যবস্থা আয়োজকদের করতে হবে। করোনার উপসর্গ থাকা কোনো লোককে মণ্ডপে ঢুকতে দেওয়া যাবে না।
৮) যদি কোনো দর্শনার্থী কোভিড উপসর্গ নিয়ে মণ্ডপে আসেন, তবে সঙ্গে সঙ্গেই স্বাস্থ্য দফতরকে খবর দেওয়াটা সংশ্লিষ্ট পুজো কমিটির দায়িত্ব। এরকম আক্রান্তকে সরকারি কোভিড সেন্টারে পৌঁছে দেওয়ার দায়িত্ব-ও পুজো কমিটির।
৯) বিসর্জনের রাতে যাতে কোনো ধরনের ভিড় না হয় তাই তিন দিন ধরে বিসর্জনের ব্যবস্থা করতে হবে জেলাশাসকদের।
Comments are closed.