Also read in

আন্দোলনে ই-রিক্সার মালিক-চালক : কাল মিছিল, বিপর্যস্ত হতে পারে শহরের যান চলাচল

এবার আন্দোলনের পথে ই-রিক্সা মালিক- চালকরা। গতকাল আশ্রম রোডে কীর্তনের মাঠে ই-রিক্সা মালিক-চালকদের এক সভায় এই নিয়ে আন্দোলনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সভায় মুখ্য ভূমিকা পালন করেন ই-রিক্সা মালিক সংস্থার সভাপতি বিশ্বপতি দাস এবং ই-রিক্সা চালক সংস্থার সভাপতি দেবেশ দাশ।শহরের ভেতরে ই- রিক্সা চালানো বন্ধ করে দেওয়া এবং হেনস্থার প্রতিবাদে আগামীকাল সকাল ১১টার বিবেকানন্দ রোড সংলগ্ন আশ্রম রোড থেকে শুরু হবে এই ই-রিক্সার মিছিল। শহরের প্রধান সড়ক পরিক্রমা করে জেলা উপায়ুক্তের কার্যালয়ের সামনে থামবে সেই মিছিল । সেখানে বিক্ষোভ প্রদর্শন করবেন তারা এবং প্রয়োজন হলে গ্রেফতার বরণ করবেন এমনটাই সভায় দৃঢ়ভাবে ব্যক্ত করেন তারা। স্বাভাবিকভাবেই শহরের যান চলাচল বিপর্যস্ত হয়ে পড়ার যথেষ্ট সম্ভাবনা রয়েছে।

বর্তমান আইন অনুযায়ী শহরের ভিতরে ই-রিক্সা চলাচল নিষিদ্ধ। কিন্তু বিগত প্রায় দুই বছর ধরে ই-রিক্সা শহরে চলাচল করে আসছে, প্রশাসন কোনো পদক্ষেপ নেয়নি। পরিবেশ বান্ধব তথা ভাড়া কম হওয়ায় শহরতলী থেকে শহরের প্রধান রাস্তায় আসার যান বাহন হিসেবে এটা খুবই জনপ্রিয় হয়ে উঠেছে।

অটো মালিক সংস্থার প্রতিনিধিরা অনেকদিন ধরে বিভিন্ন পর্যায়ে আন্দোলন করে আসছিলেন শহরে ই-রিক্সা চলাচল বন্ধ করার দাবিতে। প্রশাসন প্রথম দিকে এ বিষয়ে নীরব দর্শকের ভূমিকা পালন করে ছিলেন। অবশেষে এ নিয়ে নড়েচড়ে বসল জেলা পরিবহন বিভাগ। অতি সম্প্রতি শহরাঞ্চলে ই-রিক্সার চলাচলে প্রশাসন থেকে বাধা প্রদান করা হচ্ছে এবং জরিমানা ও আদায় করা হচ্ছে।

এখানে উল্লেখযোগ্য যে, অটো মালিক সংস্থার উপদেষ্টা হচ্ছেন বিজেপির এক যুবনেতা । অন্য দিকে শহরে ই-রিক্সা চলাচলের পক্ষে সুস্পষ্ট মতামত ব্যক্ত করেছেন আমাদের পুরপতি। তবে সাধারন জনগন মনে করছেন যে সীমিত সংখ্যক রিক্সাকে শহরে চলাচল করতে দিলে আখেরে সাধারণ জনগণই উপকৃত হবে।

Comments are closed.