ব্যাক পরীক্ষার জন্য অতিরিক্ত ফি আদায়: ছাত্র আন্দোলনে নমনীয় হলেন কর্তৃপক্ষ
স্নাতক পর্যায়ের ছাত্রদের জন্য ব্যাক পরীক্ষা দেওয়ার ফি বাবদ আসাম বিশ্ববিদ্যালয় সর্বোচ্চ ২০০ টাকা ধার্য করে দিলেও গুরুচরণ কলেজ এক বিজ্ঞপ্তির মাধ্যমে মাত্রাতিরিক্ত ফি ধার্য করে বসে। এই নিয়ে ছাত্ররা অভিযোগ জানালে ফি ছয় শত টাকা থেকে নামিয়ে পুনরায় ধার্য করা হয় কিন্তু তাও প্রায় চারশত টাকার উপরে। এই নিয়ে ছাত্র বিক্ষোভ চরমে উঠে আজ সকালে। ছাত্ররা অধ্যক্ষ এবং উপাধ্যক্ষকে কলেজের গেটে আটকে দেয়। উপাধ্যক্ষ ফিরে গেলেও অধ্যক্ষ আলোচনার প্রতিশ্রুতি দিয়ে কলেজের ভেতরে যান।
কিছুক্ষণ পর অধ্যক্ষ পুনরায় গেইটে এসে ছাত্রদের সাথে আলোচনাক্রমে ছাত্রদের দাবি মেনে নেওয়ার আশ্বাস দেন এবং পুনরায় ফি পর্যালোচনা করা হবে বলে জানান।
যাই হোক, অধ্যক্ষের মৌখিক আশ্বাসে ছাত্ররা তাদের আন্দোলন প্রত্যাহার করে নেয় এবং কলেজের গেট খুলে দেয়।
ঐতিহ্যমন্ডিত গুরুচরণ কলেজে ন্যায্য দাবি আদায়ের জন্য প্রতিটি পদক্ষেপে ছাত্রদের আন্দোলন করতে হচ্ছে, সেটা একটা দুঃখজনক ঘটনা হিসেবে মনে করছেন ছাত্ররা।
Comments are closed.