
ভূমিকম্পে কেঁপে উঠল উত্তর পূর্ব ভারত, কম্পন বুঝতে পারলেন না বরাকের অনেকেই
উত্তর পূর্ব ভারত জুড়ে বেশ বড় ধরনের ভূমিকম্প হলেও বব়াকে মৃদু কম্পন অনুভূত হয়েছে। তাই বুঝতে পারেননি শিলচরের বেশিরভাগই। রংপুর এলাকার এক সরকারী দপ্তরের কর্মী জানালেন, “তিনতলা বিল্ডিংয়ের উপরের তলায় ছিলাম আমরা, কম্পন শুরু হতেই নীচে নেমে এলাম আমরা, তবে ততক্ষণে ভূমিকম্প শেষ”। মেহেরপুর এলাকার এক মহিলা জানালেন আমরা কিছুই বুঝতে পারিনি, ফেসবুকের স্ট্যাটাস দেখে জানতে পারলাম। পরে টিভি চালিয়ে বুঝতে পারলাম ঘটনাটা সঠিক”। সবচেয়ে বেশী প্রভাবিত হয়েছে অরুণাচল প্রদেশ এবং উত্তর আসাম।
প্রাপ্ত তথ্য অনুযায়ী, ভূমিকম্পের উৎপত্তিস্থল অরুণাচল প্রদেশের বমডিলার কাছে কামেং । রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা হচ্ছে ৫.৬ ।
এখন পর্যন্ত ক্ষয়ক্ষতির কোন সংবাদ পাওয়া যায়নি।
Comments are closed.