Also read in

সাতসকালে ভূমিকম্পে কেঁপে উঠলো বরাক উপত্যকা সহ প্রায় সমগ্র আসাম

সকাল ৭টা ৫১ মিনিটে এক প্রবল ভূমিকম্পে কেঁপে উঠলো সমগ্র রাজ্য। প্রায় ৩০ সেকেন্ড ধরে চলে এই ভূমিকম্প। এর প্রায় ১২ মিনিট পরে ৮টা ৩ মিনিটে আবার মৃদু ভূকম্পন অনুভূত হয়।

প্রাপ্ত তথ্য অনুযায়ী, ভূমিকম্পের উৎপত্তিস্থল উজান আসামের তেজপুরের কাছে, রিকটার স্কেলে ৬.৪। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি সূত্রে প্রাপ্ত তথ্য হচ্ছে নিম্নরূপ,

M: 6.4 – 43km W of Tezpur, Assam, India

 

Origin Time:  2021-04-28 07:51:25 (IST)
Lat, Long:  26.69, 92.36
Magnitude:  6.4
Depth:  17km
Event Status:  Reviewed.

এখন পর্যন্ত বরাক উপত্যকায় কোন ধরনের ক্ষয়ক্ষতির সংবাদ পাওয়া যায়নি। তবে গুয়াহাটি মহানগরীতে বেশকিছু ভবনে ফাটল দেওয়ার খবর এসেছে। পার্শ্ববর্তী রাজ্যগুলো এবং পার্শ্ববর্তী দেশ বাংলাদেশে ও ভূমিকম্পের প্রভাব পড়েছে বলে জানা গেছে।

Comments are closed.