ভূমিকম্পে কেঁপে উঠল বরাক উপত্যকা, রিখটার স্কেলে ৫.১
ঘটনাবহুল হয়ে রইল এই বছরের দীর্ঘতম দিনটি । এক দিকে করোনা আতঙ্ক জগৎময়, চলছে সূর্যগ্রহণ নিয়ে নানা জল্পনা-কল্পনা, তার মধ্যে নতুন মাত্রা যোগ করলো ভূমিকম্প। কেঁপে উঠল সমগ্র বরাক উপত্যকা। মজার ব্যাপার হচ্ছে আজকের দিনটি হলো বিশ্ব যোগ দিবস, পিতৃ দিবস, বিশ্ব সঙ্গীত দিবস প্রভৃতি ।
আজ বিকেল ৪ টা ১৬ মিনিটে সমগ্র বরাক উপত্যকা জুড়ে মাঝারি মাপের ভূমিকম্পের ঝাঁকুনিতে ঘর থেকে বেরিয়ে এলেন জনগণ। প্রাপ্ত তথ্য অনুযায়ী, ভূমিকম্পের উৎপত্তিস্থল মিজোরামের রাজধানী আইজলের কাছে, কম্পনের মাত্রা ৫.১ রিখটার স্কেল। ন্যাশনাল সেন্টার ফর সেসমেলজি এক টুইটের মাধ্যমে জানিয়েছে, ৫ ১ তীব্রতার ভূমিকম্প ঘটনা ঘটলো ২১-০৬-২০২০ তারিখে বিকেল ৪-১৬ মিনিটে অক্ষাংশ এবং দ্রাঘিমাংশ হলো যথাক্রমে ২৩.৮০ এবং ৯২.৯৬ , ভূপৃষ্ঠের ৩৫ কিলোমিটার নিচে ; স্থান মিজোরামের আইজল থেকে ২৫ কিলোমিটার পূর্ব উত্তর-পূর্বে।
তবে ভূমিকম্পে ক্ষয়ক্ষতির কোনো সংবাদ এখন পর্যন্ত পাওয়া যায়নি।
Comments are closed.