১৯মে উচ্চমাধ্যমিকের কোনও পরীক্ষাই হবেনা, জানালেন স্বাস্থ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
উনিশে মে উচ্চমাধ্যমিকের অ্যাডভান্স মনিপুরী এবং বাংলা পরীক্ষার দিন ধার্য্য করেছিল অসম উচ্চতর মাধ্যমিক শিক্ষা পর্ষদ। যেহেতু দিনটি বরাক উপত্যকার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ, এদিন ভাষা শহীদদের বলিদান-দিবস উদযাপন করা হয়, অনেকেই সরকারের প্রতিনিধিদের কাছে অনুরোধ জানিয়েছিলেন পরীক্ষার দিন পরিবর্তন করতে। কিন্তু শেষমেষ নির্বাচনের পর ঘোষণা করা হয় আগের সিদ্ধান্ত অপরিবর্তিত রয়েছে। এতে অনেকেই প্রতিবাদ করেছেন। এবার শিক্ষামন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা নিজেই জানিয়েছেন, উনিশে মে কোনও পরীক্ষা থাকছে না, শিক্ষা পর্ষদ যে তালিকা বানিয়েছে তাতে পরিবর্তন করা হবে, অন্তত দিনটিতে বাংলা পরীক্ষা কিছুতেই থাকবে না। তিনি শিলচরের সাংসদ রাজদীপ রায়কে ফোনে কথাটি জানিয়েছেন।
বরাক বুলেটিনের প্রতিনিধিকে ফোনে রাজদীপ রায় বলেন, “শিক্ষা মন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা আগে থেকেই আশ্বাস দিয়েছিলেন উনিশে মে বাংলা পরীক্ষা আয়োজন করা হবে না। নির্বাচনের জন্য তিনি ব্যস্ত ছিলেন এবং নির্বাচনের পর শিক্ষা পর্ষদ উচ্চমাধ্যমিক পরীক্ষার চূড়ান্ত রুটিন জারি করেছে। এবার শিক্ষা মন্ত্রী এতে হস্তক্ষেপ করেছেন। তার সঙ্গে আমার বিস্তারিত আলোচনা হয়েছে এবং উনিশে মে পরীক্ষা আয়োজন হলে কি অসুবিধা হতে পারে সেটা তিনি যাচাই করেছেন। যেহেতু সাধারণ মানুষের মধ্যে একটা আবেগ রয়েছে, সেই দিক চিন্তা করে পরীক্ষার দিন পরিবর্তন করার সিদ্ধান্ত নিয়েছেন শিক্ষা মন্ত্রী। এবার এই বিষয় নিয়ে প্রতিবাদ করার কোনও কারন থাকছে না।”
রাজদীপ আরও বলেন, “করোনা ভাইরাসের সংক্রমণ যেভাবে বাড়ছে, পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে পুরো পরীক্ষাই বাতিল হয়ে যেতে পারে। সেই ক্ষেত্রে শুধু উনিশে মে নয়, এই বছরের কোনও তারিখেই পরীক্ষা হবে না। তবে যদি পরীক্ষা হয় তবু ভাষা শহীদদের আত্মবলিদান দিবসে বাংলা পরীক্ষা আয়োজন হবে না, এই আশ্বাস শিক্ষামন্ত্রী নিজে দিয়েছেন, ফলে আর ভুল বুঝাবুঝির কোনও কারণ রয়েছে বলে আমি মনে করিনা।”
উনিশে মে বাংলা পরীক্ষা বাতিল করার পাশাপাশি বরাক উপত্যকার জন্য শিক্ষা পর্ষদের বিশেষ শাখা গড়ে তোলার দাবিতে ২৬ এপ্রিল বরাক উপত্যকার তিন জেলায় বন্ধের ডাক দিয়েছে বেশ কিছু সংগঠন। এই বিষয়ে সাংসদ বলেন, “আমি জানতাম না তারা বনধ ডেকেছেন, তবে যেহেতু শিক্ষা মন্ত্রী নিজেই বলছেন বিশেষ দিনটিতে পরীক্ষা হচ্ছে না, তখন এসব প্রতিবাদের কোনও মানে থাকছেনা।”
Comments are closed.