বৃহস্পতিবার দুদিনের বরাক সফরে আসছেন রাজ্যের শিক্ষা মন্ত্রী ডাঃ রনোজ পেগু
রাজ্যের শিক্ষামন্ত্রী ডাঃ রনোজ পেগু বরাক সফরে আসছেন আগামী ১০ জুন। দু’দিনব্যাপী এই বরাক সফরসূচির অঙ্গ হিসেবে কাছাড় ছাড়াও হাইলাকান্দি ও করিমগঞ্জে শিক্ষামন্ত্রীর বিভিন্ন কর্মসূচি রয়েছে।
কাছাড়ে তিনি কাছাড়ের ইনস্পেক্টর অব স্কুলস, জেলা প্রাথমিক শিক্ষা আধিকারিক, খন্ড প্রাথমিক শিক্ষা আধিকারিকদের সঙ্গে এক বৈঠকে মিলিত হবেন। তাছাড়া এদিন তিনি শিলচর এন আই টি ও মহিলা কলেজ পরিদর্শন করবেন।
দু’দিনব্যাপী এই বরাক সফরের উদ্দেশ্যে শিক্ষা মন্ত্রী ৯ জুন সড়কপথে সার্কিট হাউসে এসে পৌঁছাবেন। তিনি ১০ জুন বেলা ১১ টায় বিজেপি কার্যালয়ে দলীয় কর্মীদের সঙ্গেও বৈঠক করবেন। সূচি অনুযায়ী এরপর তিনি এদিন একটা’য় একে চন্দ আইন মহাবিদ্যালয় পরিদর্শন করবেন। তাছাড়া তিনি বড়খলা মডেল কলেজও পরিদর্শন করবেন।
কাছাড়ের কর্মসূচি শেষ করে তিনি ১০ জন দুপুরে হাইলাকান্দির উদ্দেশ্যে রওয়ানা হবেন। হাইলাকান্দিতে তিনি বিজেপি দলের কর্মীদের সঙ্গে মিলিত হবেন ১১ জুন সকালে। তাছাড়া ডাঃ পেগু হাইলাকান্দি জেলা উপায়ুক্তের কার্যালয়ে জেলা উপায়ুক্ত, অতিরিক্ত জেলা উপায়ুক্ত, শিক্ষা, পূর্ত সহ বিভিন্ন সরকারি বিভাগের আধিকারিকদের সঙ্গে একটি রিভিউ মিটিংয়ে অংশগ্রহণ করবেন।
করিমগঞ্জের সফরসূচিতে রয়েছে রবীন্দ্র সদন গার্লস কলেজ, করিমগঞ্জ বিএড কলেজ পরিদর্শন। তাছাড়া তিনি দীনদয়াল উপাধ্যায় ডিগ্রি কলেজও পরিদর্শন করবেন। জানা গেছে, করিমগঞ্জেও তিনি বিজেপি কার্যালয়ে দলীয় কর্মীদের সঙ্গে এক বৈঠকে মিলিত হবেন। ১১ জুন মন্ত্রী সড়কপথে গুয়াহাটি ফিরে যাবেন বলে জানা গেছে।
Comments are closed.