Also read in

শিলচরে বিজেপির প্রার্থীত্বের দৌড়ে রইলেন শুধু রাজদীপ আর পরিমল; করিমগঞ্জে কৃপানাথ, অমরেশ

বিজেপির নির্বাচনী সমিতির বৈঠকে ১০টি কেন্দ্রের বিজেপি প্রার্থীর প্যানেল তৈরি করা হয়েছে।

এই প্যানেল অনুযায়ী প্রার্থীত্বের দৌড় থেকে ছিটকে গেলেন দিলীপ পাল, সান্তনু নায়েক, কবীন্দ্র পুরকায়স্থ, বিবেক পোদ্দার প্রমুখরা।

শিলচর কেন্দ্রে বিজেপি প্রার্থী হচ্ছেন রাজদীপ রায় অথবা পরিমল শুক্লবৈদ্য। করিমগঞ্জ তফশিলি নির্বাচনী কেন্দ্রে বিজেপির প্রার্থীত্বের দৌড়ে দুজন হলেন কৃপানাথ মালা এবং অমরেশ রায়।

তেজপুর কেন্দ্রে হিমন্ত বিশ্ব শর্মা দাঁড়াচ্ছেন, এটা নিশ্চিত। বাকি কেন্দ্রগুলোতে যারা দাঁড়াচ্ছেন বিজেপি প্রার্থী হিসেবে :

ডিব্রুগড়: রামেশ্বর তেলি, পুলক গোহাই।

যোরহাট: তপন গগৈ, কামাখ্যা প্রসাদ তাশা, লক্ষ্য কোয়র, শান্তনু গগৈ।

লখিমপুর: প্রদান বরুয়া, হরেন দেউরি।

নগাও: রূপক শর্মা, রাজেন গোহাই।

গুয়াহাটি: বিজয়া চক্রবর্তী, বিজুলি কলিতা মেধি, কুইন ওজা এবং রুপম গোস্বামী।

মঙ্গলদৈ: রমেন ডেকা, দিলীপ শইকীয়া, জয়ন্ত মল্লভ বরুয়া।

ডিফু: হরেন সিং বে, বিদ্যাসিং ইংলেং, তুলিরাম রংহাঙ্গের পত্নী।

চূড়ান্ত প্রার্থীদের নাম ঘোষিত হবে আগামী পরশু অর্থাৎ ১৬ই মার্চ।

Comments are closed.

error: Content is protected !!