গরুর খোঁজে সোনাই নদী হেটে পার হতে গিয়ে বিপত্তি, জলে তলিয়ে গেলেন বৃদ্ধ
হেঁটে সোনাই নদী পার হওয়ার চেষ্টা করে নিখোঁজ হলেন এক বৃদ্ধ। নিখোঁজ বৃদ্ধের নাম নুরুল হোসেন লস্কর বয়স ৬০ বছর। তার পিতার নাম আখোল মিয়া লস্কর এবং তিনি দাগনি পার দ্বিতীয় খন্ডের বাসিন্দা। ঘটনাটি ঘটেছে সোনাইয়ের তন্দুরকান্দি এলাকায়। বর্তমানে পুলিশ ও এসডিআরএফ বৃদ্ধের সন্ধানে তল্লাশি অভিযান চালাচ্ছে।
খবরে বলা হয়েছে, বৃদ্ধার গরুটি দুই দিন ধরে নিখোঁজ ছিল। তাই তিনি তার গরুর সন্ধানে বাসা থেকে বের হন। সোনাই নদীর জল কম থাকায় গরুর খোঁজে পায়ে হেঁটে নদী পার হওয়ার চেষ্টা করেন। কিন্তু নদীর মাঝখানে ডুবে যাওয়ায় এই মর্মান্তিক ঘটনা ঘটে।
স্থানীয়রা তাকে দেখে উদ্ধারের চেষ্টা করেও বিফল হয়, পরে পুলিশকে ঘটনাটি জানানো হয়। এসডিআরএফ-এর সাথে পুলিশ বৃদ্ধকে খুঁজে বের করার জন্য একটি যৌথ অভিযান চালাচ্ছে তবে তারা তাকে এখনো খুঁজে পায়নি, অভিযান চলছে।
Comments are closed.